এক হাতে দুরন্ত ক্যাচ ঋদ্ধির। ছবি টুইটার থেকে নেওয়া।
লেগসাইডে শরীর ছুড়ে বাঁ হাতে অবিশ্বাস্য ক্যাচ। যা দেখে ঋদ্ধিমান সাহার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠল ক্রিকেটমহল। সুনীল গাওস্করের মনে পড়ল সৈয়দ কিরমানির কথা। নেটিজেনরাও ভরিয়ে দিলেন অভিনন্দনে।
পুণে টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও উমেশ যাদবের বলে প্রথম স্লিপের সামনে থেকে দুরন্ত ক্যাচ নিয়েছিলেন ঋদ্ধি। ফিরিয়েছিলেন দে ব্রুইনকে। শুধু ক্যাচ নেওয়াই নয়, বাঁ-দিকে ঝাঁপিয়ে অনেকবারই বল ধরেছিলেন তিনি। স্পিনের বিরুদ্ধেও ছিলেন সাবলীল। দিনের শেষে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাই ঋদ্ধিকে দলের সম্পদ হিসেবে চিহ্নিতও করেছিলেন। বাংলার উইকেটকিপারকে বিশ্বের অন্যতম সেরা বলেও তুলে ধরেন। অধিনায়ক বিরাট কোহালি আবার টেস্ট সিরিজের আগেই ঋদ্ধিকে বিশ্বের সেরা উইকেটকিপারের তকমা দিয়েছিলেন।
ঋদ্ধি রবিবার ফের দেখালেন তাঁর প্রতি আস্থা রেখে দল পরিচালন সমিতি কোনও ভুল করেনি। রবিবার সকালেও উমেশ যাদবের বলে থেউনিস দে ব্রুইনের ক্যাচ নিলেন তিনি। তবে এ বার বাঁ-দিকে ঝাঁপিয়ে নিলেন অসাধারণ ক্যাচ। উমেশের সৌভাগ্য, উইকেটের পিছনে গ্লাভস হাতে ছিলেন ঋদ্ধি। একহাতে ক্যাচ নেওয়ার পর তাই তাঁর দিকে দৌড়ে এলেন সতীর্থরা। জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিলেন কোহালি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাল ভারত, দ্বিতীয় বলেই আউট মারক্রাম
আরও পড়ুন: ঋদ্ধি আমাদের দলের সম্পদ, বলছেন অশ্বিন
টিভিতে সুনীল গাওস্কর প্রশংসায় ভরিয়ে দিলেন ঋদ্ধিকে। তাঁর মুখে উঠে এল সৈয়দ কিরমানির কথা। লেগসাইডে কিরমানিও এমন নির্ভরতা দিতেন বলে জানালেন কিংবদন্তি ওপেনার। সোশ্যাল মিডিয়ায়ও চলছে ঋদ্ধি-বন্দনা। এমনিতেই তাঁকে ‘সুপারম্যান সাহা’ বলা হয় ক্রিকেটমহলে। এই ক্যাচের পাশে ‘ব্রিলিয়ান্ট’, ‘ফ্যান্টাস্টিক’ প্রভৃতি বিশেষণগুলো বসে যাচ্ছে অনায়াসে।
Watch the full video of the catch here - https://t.co/kTqlAuzzAW#INDvSA https://t.co/Of6TlgQeWA
— BCCI (@BCCI) October 13, 2019
এখানেই শেষ নয়। ঋদ্ধি এরপরও আরও একবার কঠিন ক্যাচ নিলেন। অশ্বিনের বলে ফাফ দু’প্লেসির খোঁচা তাঁর হাত থেকে এক-দুই-তিনবার বেরিয়ে যেতে বসেছিল। চতুর্থবারের চেষ্টায় জমি থেকে কয়েক ইঞ্চি উপরে সামনে ঝাঁপিয়ে ক্যাচ নিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy