২০০৮ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল। —ফাইল চিত্র
সাগর রানা হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সুশীল কুমার হারাতে পারেন তাঁর অলিম্পিক্স পদক? শুধু অলিম্পিক্স পদক নয়, ভারতীয় কুস্তিগীরের ঝুলিতে রয়েছে পদ্মশ্রী, রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের মতো অনেক সম্মান। দোষী সাব্যস্ত হলে সেই সব সম্মান হারাতে পারেন সুশীল? দেখে নেওয়া যাক কী নিয়ম রয়েছে।
সুশীলের আগে ১৩ জন অলিম্পিক্স পদকজয়ী রয়েছেন যাঁদের গ্রেফতার করা হয়েছিল। দোষীও ছিলেন অনেকে। অস্কার পিস্টোরিয়াস অথবা ‘ব্লেড রানার’-কে বোধ হয় অনেকেরই মনে আছে। প্রেমিকাকে খুন করেছিলেন তিনি। কোনও ক্ষেত্রেই অলিম্পিক্স পদক কেড়ে নেওয়া হয়নি। অলিম্পিক্স কর্তৃপক্ষ পদক কেড়ে নিতে পারে ডোপের কারণে। আইন ভাঙলে পদক কেড়ে নেওয়ার ক্ষমতা নেই তাদের। অর্থাৎ সুশীলের অলিম্পিক্স পদক কেড়ে নেওয়া হবে না।
ভারত সরকার যে যে সম্মান সুশীলকে দিয়েছে তা এখনই কেড়ে নেওয়া সম্ভব নয়। দোষ প্রমাণ হলে তবেই তা সম্ভব। পদ্মশ্রী থেকে সুশীলের নাম মুছতে আবেদন করতে হবে রাষ্ট্রপতির কাছে। তবে ক্রীড়া মন্ত্রক সেই আবেদন তখনই করবে, যখন সুশীলের দোষ প্রমানিত হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy