Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cricket

কোহালির মতো প্রতিভা পাকিস্তানে অনেক রয়েছে, দাবি আবদুল রাজ্জাকের

দিন কয়েক আগে যশপ্রীত বুমরা সম্পর্কে রজ্জাক বলেছিলেন, তিনি এখন খেললে বুমরাকে খুব সহজেই সামলে দিতে পারতেন।

কোহালিকে নিয়ে রজ্জাকের ফের বিতর্কিত মন্তব্য।

কোহালিকে নিয়ে রজ্জাকের ফের বিতর্কিত মন্তব্য।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৬:৩৬
Share: Save:

বুমরাকে সামলে দিতেন বলে দাবি করেছিলেন, বিতর্কিত মন্তব্য করেছিলেন সচিন-কোহালিকে নিয়েও। ফের বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক। দাবি করলেন, বিরাটের মতো প্রতিভা নাকি পাকিস্তানে প্রচুর রয়েছে। সিস্টেমের দোষে সেই প্রতিভা নষ্ট হচ্ছে।

দিন কয়েক আগে যশপ্রীত বুমরা সম্পর্কে রজ্জাক বলেছিলেন, তিনি এখন খেললে বুমরাকে খুব সহজেই সামলে দিতে পারতেন। কোহালি সম্পর্কেও থেমে থাকেননি। বলেছিলেন, ‘‘বিরাট কোহালির কথাই ধরুন না। ও যখন রান করছে তখন করেই চলেছে। ভারতের সেরা প্লেয়ার, ধারাবাহিক ভাবে রানও করে চলেছে। কিন্তু, সচিনের সঙ্গে আমি ওকে এক বন্ধনীতে রাখব না। সচিনের ক্লাসই ছিল অন্য।’’

রজ্জাক নতুন করে ফের পড়লেন কোহালিকে নিয়ে। ভারত অধিনায়ক সম্পর্কে প্রাক্তন পাক ক্রিকেটারের নতুন মন্তব্য, ‘‘কোহালি দুর্দান্ত প্লেয়ার। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই। তবে কোহালি একদিক থেকে ভাগ্যবানও বটে। কারণ বিসিসিআই ওর পাশেই রয়েছে। আত্মবিশ্বাস জোগান দিচ্ছে কোহালিকে। প্রত্যেক ক্রিকেটারের এই আত্মবিশ্বাসটাই দরকার। বোর্ডের কাছ থেকে যে শ্রদ্ধা পেয়ে থাকে কোহালি, সেই শ্রদ্ধাই ওর সেরাটা বের করে আনে মাঠে। ফলাফল কী হচ্ছে, তা তো সবাই দেখতেই পাচ্ছে।’’

আরও পড়ুন: বিশ্বকাপের দলে সুযোগ পেতে নিউজিল্যান্ডে ভাল পারফর্ম করতেই হবে এঁদের

রজ্জাক মনে করেন, কোহালির মতো প্রতিভা পাকিস্তানেও রয়েছে। কিন্তু পাক ক্রিকেটের যে পরিকাঠামো, তাতে অনেক প্রতিভা নষ্ট হচ্ছে। রজ্জাক বলছেন, ‘‘আমি বিশ্বাস করি, কোহালির থেকেও ভাল প্লেয়ার হওয়ার মতো প্রতিভা রয়েছে পাকিস্তানে। কিন্তু সিস্টেমের জন্য সেই প্রতিভার বিকাশ আর হচ্ছে না। এটাই ট্র্যাজেডি। ভারতীয় বোর্ডের কাছ থেকে যে সম্মান কোহালি পাচ্ছে, পারফর্ম করে তা ফিরিয়ে দিচ্ছে ও।’’

আরও পড়ুন: পিয়ারলেসকে লিগ জিতিয়ে ইস্টবেঙ্গলে ফিরলেন আনসুমানা ক্রোমা

অন্য বিষয়গুলি:

Abdul Razzaq Virat Kohli Former Pakistan Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE