মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র
ফের শিরোনামে ওয়াসিম জাফর। ভারতের প্রাক্তন ওপেনার এ বার ভারতীয় বোলারদের জন্য পিচ খুঁজলেন মঙ্গল গ্রহে। শুক্রবার তিনি নাসার তোলা মঙ্গল গ্রহের একটি ছবি টুইট করে ব্যাখ্যা করেন ভারতীয় দলের জন্য কেন দারুণ পিচ হবে সেখানে।
নাসার ভিডিয়ো থেকে একটি ছবি নিয়ে পোস্ট করেন জাফর। সেখানে লেখেন, ‘স্পিনের জন্য আদর্শ জমি। অশ্বিন এবং জাডেজাকে খেলাই যাবে না এই পিচে। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা এখানে ৩ ওভার পর থেকেই রিভার্স সুইং পাবে। ভারতের বোলিং আক্রমণের জন্য এটা উপযুক্ত জায়গা’।
দ্বিতীয় টেস্টে ভারতীয় স্পিনারদের সামলাতে বেশ অসুবিধায় পড়েছিল ইংল্যান্ড দল। অনেক প্রাক্তন ক্রিকেটাররাই চেন্নাইয়ের পিচকে দায়ী করেছিলেন তার জন্য। রোহিত শর্মা এবং অশ্বিন যদিও সেই পিচেই শতরান করেন।
It looks a dry surface conducive for spin. Ash and Jaddu will be unplayable. Boom, Shami, Umesh, Ishant, Siraj will cause havoc with reverse swing as ball will get scuffed up after 3 overs. Team India's bowling attack suitable for all conditions 😉 #MarsLanding #INDvsENG pic.twitter.com/iQi4qYb5gN
— Wasim Jaffer (@WasimJaffer14) February 19, 2021
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে গোলাপি বলের টেস্ট। তার আগে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। মোতেরাতে নতুন স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy