Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
VVS Laxman

কুম্বলের বিখ্যাত এই ছবি পোস্ট করে লক্ষ্মণ বললেন...

এই মুহূর্তে কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির চেয়ারম্যান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তিনি ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক।

অ্যান্টিগা টেস্টে কুম্বলে। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

অ্যান্টিগা টেস্টে কুম্বলে। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২০ ১৬:৫৬
Share: Save:

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টে ভাঙা চোয়াল নিয়ে বল করেছিলেন অনিল কুম্বলে। তাঁর সেই সাহসিকতাকেই সেলাম জানালেন ভিভিএস লক্ষ্মণ

ইনস্টাগ্রামে সেই টেস্টে ব্যান্ডেজ বাঁধা কুম্বলের ছবি দিয়ে লক্ষ্মণ লিখেছেন, “সত্যিকারের জায়ান্ট, যে কিনা কর্তব্যের ডাকে সাড়া দিয়ে নিজেকেও ছাপিয়ে গিয়েছিল। এই ছবিতে যে চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ধরা রয়েছে, সেটাই বিশুদ্ধ অনিল কুম্বলে। যে পরিস্থিতিই হোক না কেন, কখনও হাল ছাড়েনি। এই বৈশিষ্টই ক্রিকেটার অনিলকে গড়ে তুলেছে।”

আরও পড়ুন: ‘পাশে পাইনি অধিনায়ককে’, ইরফানের অভিযোগের তির কি ধোনির দিকে?​

আরও পড়ুন: ‘কমলা রঙের লম্বা চুলের ধোনি অসহ্য’​

লক্ষ্মণের এই পোস্টে সহমত পোষণ করেছেন হরভজন সিংহ। কুম্বলের প্রতি অফস্পিনার লিখেছেন, “ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনার।” আর স্বয়ং কুম্বলে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মণকে। লিখেছেন, “তুমিও কম ছিলে না। মাঠে তোমার সঙ্গে জুটি উপভোগ করেছি। তোমার শান্ত উপস্থিতি ও ইতিবাচক মানসিকতা ভাল লেগেছে। তুমি ও তোমার সতীর্থ গ্রেটদের সঙ্গে একই সময়ে খেলেছি, আমি ভাগ্যবান।”

এই মুহূর্তে কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির চেয়ারম্যান। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তিনি ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক। এই দুই ফরম্যাটে তিনি যথাক্রমে ৬১৯ ও ৩৩৪ উইকেট নিয়েছেন। ভারতের জাতীয় দলের কোচও ছিলেন তিনি।

A giant in every sense, he rose above and beyond the call of duty. The grit, drive and bravery displayed through this picture is quintessential @anil.kumble Never giving up, no matter what, was a trait which made Anil the cricketer he became.

A post shared by VVS Laxman (@vvslaxman281) on

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer VVS Laxman Anil Kumble
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy