নয়া সাজে নেটমাধ্যম কাঁপিয়ে দিলেন বিরাট কোহলী। ভারত অধিনায়কের মুখ ভর্তি দাড়ি, বড় চুল, মোটা ফ্রেমের চশমা দেখে অনেকেই জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্ট-এর অধ্যাপকের মত লাগছে বলে মন্তব্য করেছেন। অনেকে আবার শাহিদ কপূর অভিনীত কবির সিংহ চরিত্রের সঙ্গেও বিরাটের মিল খুঁজে পেয়েছেন।
মাঠের মধ্যে বিরাটের খেলা যেমন অনেকেই দেখতে ভালবাসেন তেমনই মাঠের বাইরেও বিরাটকে অনুকরণ করেন অনেকেই। তবে এবার কি বিরাট নিজেই অনুকরণ করলেন ওয়েব সিরিজের অধ্যাপককে? সমস্ত কিছু নিয়েই কাঁটাছেড়া করছেন নেটাগরিকরা।
তবে এই পুরোটাই ফটোশপ করা। বিরাটের ছবি সম্পাদনা করে চুল ও দাড়ি বাড়ানো হয়েছে। ২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবেন কোহলীরা।
Professor first look from Trophy Heist. Releasing June 18 pic.twitter.com/hDksy9pdrE
— Rishabh Srivastava (@AskRishabh) May 24, 2021
Virat Kohli "Kabir Singh " version 😭 pic.twitter.com/IxryqKbyTW
— AnKit Singh (@bhaiYag_ismile) May 23, 2021