টি নটরাজন। ছবি টুইটার
টি নটরাজনের বৃহস্পতিবার গ্রামের বাড়িতে ফিরেছেন। সেখানে নটরাজনকে নিয়ে তুমুল হইচই হয়েছে। সেই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না বীরেন্দ্র সহবাগ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে গতকালই তামিলনাড়ুর চিন্নাপ্পামপাটি গ্রামে পৌঁছন ভারতের হয়ে সদ্য অভিষেক হওয়া জোরে বোলার নটরাজন। বিরাট শোভাযাত্রা করে তাঁকে বরণ করেন এলাকার মানুষ। জয়ধ্বনি দিতে থাকেন অনেকেই। সহবাগ তাঁর পোস্টে লেখেন, ‘এটা ভারতবর্ষ। এখানে ক্রিকেট শুধু একটা খেলা নয়। তার চেয়ে অনেক বেশি কিছু।’
Swagat nahi karoge ?
— Virender Sehwag (@virendersehwag) January 21, 2021
This is India. Here cricket is not just a game. It is so much more. Natarajan getting a grand welcome upon his arrival at his Chinnappampatti village in Salem district. What an incredible story.#Cricket pic.twitter.com/hjZ7kReCub
চতুর্থ টেস্টে গাব্বায় অভিষেক হয় নটরাজনের। প্রথম ম্যাচেই তিন উইকেট পান তরুন এই পেসার। চার ম্যাচের এই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক জয় পায় ভারত। ঋষভ পন্থ ৮৯ রান করে অপরাজিত থাকেন। হাফ সেঞ্চুরি করেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা।
নটরাজন অস্ট্রেলিয়া সফরেই ওয়ান ডে ও টি২০ সিরিজেও অভিষেক করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy