শেফালির ব্যাটিং দেখে মুগ্ধ শেহবাগ। ছবি রয়টার্স
অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরান করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন শেফালি বর্মা। ইংরেজ বোলারদের বিরুদ্ধে দুই ইনিংসেই তাঁর ভয়ডরহীন ব্যাটিং দেখে অনেকে তুলনায় টানছেন বীরেন্দ্র সহবাগের সঙ্গে। যাঁর সঙ্গে তুলনা সেই সহবাগ কী বলছেন?
শেফালির ইনিংস দেখে মুগ্ধ ‘নজফগড়ের নবাব’ও। টুইট করেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন খেলা না হলেও মহিলাদের টেস্টে শেফালি বর্মার ব্যাটিং উপভোগ করেছি। ওর ভয়ডরহীন খেলা দেখে খুব ভাল লেগেছে’।
প্রথম ইনিংসে ৯৬ করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ফিরে গিয়েছেন শেফালি। তিনি ভাল খেললেও ভারতের বাকি ব্যাটসম্যানরা সে ভাবে খেলতে পারছেন না। এই প্রতিবেদন লেখার সময় ভারত এগিয়ে রয়েছে বটে, তবে ম্যাচ জেতার মতো জায়গায় যেতে স্কোরবোর্ডে আরও অনেক রান তুলতে হবে তাঁদের।
Day one of #WTCFinal2021 called off but enjoying watching Shafali Varma in the #INDWvsENGW Test. Delight to watch the fearlessness. pic.twitter.com/cvg0agstUO
— Virender Sehwag (@virendersehwag) June 18, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy