অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সৌরভের রানকে টপকে গেলেন কোহালি।
রেকর্ড ভাঙাকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহালি। প্রতি ম্যাচেই কোনও না কোনও রেকর্ড গড়ছেন তিনি। বুধবার হ্যামিল্টনের সিডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও তেমনই এক রেকর্ড ভাঙলেন তিনি।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ করেছিলেন ৫১০৪ রান। এ দিনের ৫১ রানের ইনিংসের পর কোহালি থামলেন ৫১২৩ রানে। ৫১২৩ রানে পৌঁছতে কোহালি নিয়েছেন ৮৭ ম্যাচ। তাঁর গড় চোখ ধাঁধানো, ৭৬.৪৬। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২১ সেঞ্চুরি ও ২৩ হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
আরও পড়ুন: উইকিপিডিয়ায় ভুল তথ্য ঠিক করতে গুগলের দ্বারস্থ ডেল স্টেন
আরও পড়ুন: স্ত্রীর ব্যাগ বইছে! স্টুয়ার্ট বিনিকে নিয়ে খোঁচার জবাব দিলেন মায়ান্তি
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে মোট রানের তালিকায় সাতে আছেন কোহালি। ভারতীয়দের মধ্যে তাঁর স্থান তিনে। মহেন্দ্র সিংহ ধোনি ও মহম্মদ আজহারউদ্দিনের অধিনায়ক হিসেবে কোহালির চেয়ে বেশি রান করেছিলেন। তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (২৩০ ম্যাচে ৮৪৯৭ রান)। পর পর আছেন মহেন্দ্র সিংহ ধোনি (২০০ ম্যাচে ৬৬৪১ রান), স্টিফেন ফ্লেমিং (২১৮ ম্যাচে ৬২৯৫ রান), অর্জুন রণতুঙ্গা (১৯৩ ম্যাচে ৫৬০৮ রান), গ্রেম স্মিথ (১৫০ ম্যাচে ৫৪১৬ রান), মহম্মদ আজহারউদ্দিন (১৭৪ ম্যাচে ৫২৩৯ রান), বিরাট কোহালি (৮৭ ম্যাচে ৫১২৩ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৪৮ ম্যাচে ৫১০৪ রান)।
সপ্তাহ খানেক আগেই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের ভারতীয় রেকর্ড গড়েছিলেন কোহালি। মহেন্দ্র সিংহ ধোনির ১১১২ রানকে টপকে গিয়েছিলেন তিনি। ৭২ ম্যাচে ৩৭.০৬ গড়ে ধোনি করেছিলেন ১১১২ রান। আর হ্যামিল্টনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৭ ম্যাচে ধোনিকে পেরিয়ে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: শ্রেয়াসের সেঞ্চুরি, রাহুল-কোহালির ব্যাটে ৩৪৭ করল ভারত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy