আজ ব্যাট হাতেও কি কোনও রেকর্ড গড়বেন কোহালি? ছবি টুইটার থেকে নেওয়া।
ব্যাট হাতে রেকর্ড ভাঙাকে অভ্যাসে পরিণত করে তুলেছেন বিরাট কোহালি। অবিশ্বাস্য ধারাবাহিকতায় প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু করেই চলেছেন। ৩১ বছর বয়সি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও দাঁড়িয়ে আছেন রেকর্ডের সামনে। তফাত হল, ব্যাট হাতে নয়, ফিল্ডার হিসেবে এ বার রেকর্ডের সামনে রয়েছেন বিরাট।
একদিনের ফরম্যাটে ভারতীয়দের মধ্যে নেওয়া ক্যাচের নিরিখে যুগ্ম ভাবে তিন নম্বরে রয়েছেন কোহালি। রাহুল দ্রাবিড় ও তিনি নিয়েছেন ১২৪ ক্যাচ। মঙ্গলবারের ম্যাচে কোহালি তাই আর একটা ক্যাচ নিলেই টপকে যাবেন দ্রাবিড়কে। এই তালিকায় শীর্ষে আছেন মহম্মদ আজহারউদ্দিন। ৩৩৪ ম্যাচে আজহার নিয়েছিলেন ১৫৪ ক্যাচ। দুইয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৪৬৩ ম্যাচে সচিন নিয়েছিলেন ১৪০ ক্যাচ।
ব্যাটিংয়ে কোহালি সদ্য অনেক রেকর্ড করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন বিশ্বের সর্বাধিক রানসংগ্রহকারী তিনি। টপকে গিয়েছেন রোহিত শর্মাকে। সম্প্রতি অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে তিনি অবশ্য পছন্দের তিন নম্বর জায়গায় ব্যাট করতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। রোহিতের সঙ্গে শিখর ধওয়ন ও লোকেশ রাহুল, দুই ওপেনারকেই খেলাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই ব্যাটিং অর্ডারে এক ধাপ নামতে পারেন কোহালি।
Action starts in a few hours 🇮🇳🇦🇺
— BCCI (@BCCI) January 14, 2020
Get ready for an exciting contest between two swashbuckling sides 📺📺 #TeamIndia #INDvAUS @Paytm pic.twitter.com/0lSTYD2w2I
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy