রাহুল এবং কোহলী। ফাইল ছবি
আইসিসি-র টি২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ৫ নম্বরেই থেকে গেলেন বিরাট কোহলী। তবে এক ধাপ উঠে এসে ৬ নম্বরে এলেন কে এল রাহুল।
ব্যাটসম্যানদের তালিকায় এই দুই ভারতীয়ই প্রথম দশে রয়েছেন। কিন্তু বোলার বা অলরাউন্ডারদের তালিকায় কোনও ভারতীয় নেই, যা বেশ চিন্তায় ফেলেছে সমর্থকদের।
টি২০-তে কোহলীর রয়েছে ৭৬২ পয়েন্ট। ইংল্যান্ডের দাউইদ মালান (৮৮৮), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৮৩০), পাকিস্তানের বাবর আজম (৮২৮) এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের (৭৭৪) পরেই রয়েছেন তিনি।
🔺 After entering the top 10 last week, @windiescricket opener Evin Lewis moves up a spot on the @MRFWorldwide ICC Men's T20I Batting Rankings. pic.twitter.com/TugCjFugmb
— ICC (@ICC) July 7, 2021
📈 @ChrisWoakes makes a charge in the latest @MRFWorldwide ICC Men’s ODI Bowling Rankings, with the @EnglandCricket quick jumping to No.3.
— ICC (@ICC) July 7, 2021
Full rankings ➡️ https://t.co/tHR5rK3ru7 pic.twitter.com/LazEtSmQHB
একদিনের ক্রিকেটের তালিকায় শীর্ষেই থেকে গেলেন বাবর। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কোহলী এবং রোহিত শর্মা। বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র বোলার যশপ্রীত বুমরা। তিনি ৬ নম্বরে রয়েছে। অলরাউন্ডারদের তালিকায় ৯ নম্বরে থাকলে রবীন্দ্র জাডেজা।
জীবনের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্রিস ওকস। তিনি বোলারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy