জাডেজার রান-আউটের মুহূর্ত। রবিবার চেন্নাইয়ে। ছবি: এএফপি।
চিপকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সঙ্গী হল বিতর্ক। ভারতীয় ইনিংসে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার রান-আউট উস্কে দিল বিতর্ক। যার প্রতিবাদে ক্ষুব্ধ ভারত অধিনায়ক বিরাট কোহালিকে দেখা গেল মাঠে নেমে সীমানার ধারে চলে আসতে।
ভারতের ইনিংসের ৪৮ ওভারের ঘটনা এটা। দ্রুত এক রান নিতে দৌড়েছিলেন জাডেজা। রোস্টন চেসের থ্রো নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেয়। কিন্তু ক্যারিবিয়ান ফিল্ডারদের কেউ রান আউটের আবেদন করেননি। আম্পয়ার শন জর্জও টিভি আম্পায়ারের সাহায্য চাননি। কিন্তু তার পরে জায়ান্ট স্ক্রিনে রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে লাগার সময় জাডেজা ক্রিজের বাইরে আছেন। তা দেখে ওয়েস্ট ইন্ডিজ দল আউটের আবেদন করে। আম্পায়ার শন জর্জ তখন তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। এবং আউট ঘোষিত হন জাডেজা।
এখানে বিতর্ক হিসেবে উঠে আসছে যে জায়ান্ট স্ক্রিনে দেখানোর পর কেন রান-আউটের ব্যাপারে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হল? জাডেজাকে আউট দেওয়ার পর ক্রুদ্ধ ভঙ্গিতে ড্রেসিংরুমের চেয়ার ছেড়ে উঠে যেতে দেখা গেল কোহালিকে। তিনি চলে এলেন সাইটস্ক্রিনের কাছে। তবে মাঠের ভিতরে প্রবেশ করেননি তিনি। কিন্তু, তিনি হাতের ঘড়ি দেখিয়ে বোঝাতে চান যে রিপ্লে নেওয়ার জন্য কোনও সময়ের বিধিনিষেধ রয়েছে কি না।
এটা নিয়ে বিতর্ক থেকেই গেল। এটা ঘটনা যে জাডেজা ক্রিজের বাইরে ছিলেন। তাই তাঁকে রান-আউট দেওয়া সঠিক সিদ্ধান্তই। তবে মাঠে থাকা আম্পায়ার শন জর্জ আউটের সিদ্ধান্ত দেননি। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্যও নেননি। আর থ্রো স্টাম্পে লাগার পর ক্যারিবিয়ান ফিল্ডাররা আউটের আবেদনও করেননি। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পরই পোলার্ডরা আউটের দাবি জানাতে থাকেন। আর এখানেই উঠছে প্রশ্ন।
#INDvWI After watching Jadeja's Run out. Obviously umpiring is poor but Kiren Pollard also did the wrong thing..His Match fees should be cut..U can't take help of outsider of ground.If 3rd umpire interfere between that moment so it's fine..But Pollard did out of protocol activity
— Swapnil Tarsode (@swapshah22) December 15, 2019
Jadeja called run-out after the replay was played on the ground screen. Ground umpire didn't initially go for the third umpire. What is the exact timeline for this, of any? Shaun George, the South African umpire has an experience of 51 ODIs and 36 T20's in 9 years.#INDvWI
— Rahul Pandey (@sportstoryguy) December 15, 2019
What if the umpire realises that the previous ball bowled was a no-ball after looking at the big screen...is he gonna offer free-hit to the batting team?!? if not then how can refer the run-out to the 3rd umpire after looking on the big screen? #jadeja_runout #INDvWI
— A-Gent-G² (@gowtham_ganta) December 15, 2019
When will you call a ball dead? Jadeja run out is absurd...
— Kaushik Paladugu (@KaushikPaladugu) December 15, 2019
Take out the DRS 15 seconds as well if this is the case
#INDvWI
Why can't #Jadeja be declared out after watching the post-match highlights...??!
— ArulMozhi 💛👑 (@bobMani07) December 15, 2019
🤔🤔🤔
If it is argued against, right decisions cannot be looked for when umpires make a mistake.... !!
🙃🙃🙃
What to make of.... ?? 😂#IndvWI #ODI
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy