বিরাটকে কুর্নিশ সৌরভের। ফাইল ছবি
বিরাট কোহলী ভারতীয় ক্রিকেটের সত্যিকারের সম্পদ। তাঁর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ভবিষ্যতের কথা ভেবেই। বৃহস্পতিবার এই মন্তব্যই করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাইটে সৌরভ এই মন্তব্য করেছেন।
সৌরভ লিখেছেন, “বিরাট কোহলী ভারতীয় ক্রিকেটের সত্যিকারের সম্পদ এবং বরাবর আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সব ফরম্যাটে ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ভবিষ্যতের রোডম্যাপের কথা মাথায় রেখেই ও এই সিদ্ধান্ত নিয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ওর দুরন্ত পারফরম্যান্সের জন্য ওকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী বিশ্বকাপ এবং তারপরেও ও যাতে এ ভাবেই ভাল খেলতে পারে, তার জন্য অনেক শুভেচ্ছা। আশা করব ভারতের হয়ে এ ভাবেই রান করে যাবে।”
Virat has been a true asset for Indian cricket & led with aplomb. He's one of the most successful captains in all formats. Decision has been made keeping in mind the future roadmap. We thank him for his tremendous performance as T20 captain: BCCI chief Sourav Ganguly
— ANI (@ANI) September 16, 2021
(File pic) pic.twitter.com/cfUxG1v2x4
বোর্ড সচিব জয় শাহ টুইটারে লিখেছেন, ‘ভারতীয় অধিনায়ক হিসেবে অবদানের জন্য তোমায় অনেক ধন্যবাদ বিরাট কোহলী। তরুণ প্রতিভা এবং অধিনায়ক হিসেবে যে আত্মবিশ্বাস এবং দৃঢ় মানসিকতা তোমার ছিল, তা অতুলনীয়। অধিনায়কত্ব এবং ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যে যে ভারসাম্য রেখেছ, তা সব থেকে গুরুত্বপূর্ণ’।
Thanks @imVKohli for your contribution as the #TeamIndia captain. As a young talent the focus and determination you have showed as the captain is unmatched. The most impressive aspect was the way of maintaining balance between captaincy and individual performance.
— Jay Shah (@JayShah) September 16, 2021
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল কোহলীর বিবৃতি রিটুইট করে লিখেছেন, ‘ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বিরাট কোহলীর অবদান অসামান্য। তা কোনওদিন ভোলা যাবে না। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা শ্রদ্ধা জানাই’।
Virat Kohli’s contribution to the Indian T20 cricket team as captain was immense. It can never be forgotten. This is his personal decision and we respect it. @imVkohli @BCCI https://t.co/JtGIcJBkom
— Rajeev Shukla (@ShuklaRajiv) September 16, 2021
প্রাক্তন ক্রিকেটার ইরফান পঠান লিখেছেন, ‘বিশ্বকাপের পর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবে বিরাট কোহলী, এটা শুনে খুবই অবাক হয়েছি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য মুখিয়ে রয়েছি। এতে বিরাটের অধিনায়কত্বের প্রতি সঠিক সম্মান জানানো হবে এবং আশা করি দল ওর সেই উত্তরাধিকার সঠিক ভাবে বহন করে নিয়ে যাবে’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy