বক্সিংয়ের আঙিনায় ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। মা হওয়ার পরেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু যিনি রাঁধেন, তিনি যে চুলও বাঁধেন, সে কথা যেন ফের এক বার প্রমাণ করলেন ম্যাগনিফিশিয়েন্ট মেরি। ভারতের সবথেকে সফল মহিলা বক্সার মেরি কমকে এ বার দেখা গেল গান করতে। রীতিমতো পারফর্ম করে দর্শকদের গান শোনাচ্ছেন তিনি। সেই গানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। মেরির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
গত শনিবার নয়াদিল্লিতে ছিল ‘ইয়ং লিডার কানেক্ট’ অনুষ্ঠানের সপ্তম সংস্করণ। সেই অনুষ্ঠানেই তিনি গেয়েছেন আমেরিকান রক ব্যান্ড ‘ফোর নন-ব্লন্ডিজ’-এর ‘হোয়াটস আপ’ গানটি। সেই গানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি নিউজ পোর্টাল। সেই ভিডিয়োই এখন ভাইরাল।
নয়াদিল্লিতে ২ নভেম্বরের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। এ ছাড়াও ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাইচুং ভুটিয়া। দেখুন মেরি কমের গানের ভিডিয়ো-
আরও পড়ুন: উইকেটরক্ষকের দিকে মুখ করে অদ্ভুত স্টান্স, চমকে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রবল উচ্ছ্বাসের মাঝে গর্জন বাংলাদেশ জুড়ে