এই সেই রান আউট টুইটার
বল ব্যাটসম্যানকে ছাড়িয়ে উইকেটরক্ষকের হাতে। ছুড়ে নয়, বল গড়িয়ে দিলেন বোলারের দিকে। ধীরে ধীরে বল আসছে দেখে নন স্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা সার্থক কোহলী ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে যান। তাতেই ঘটে বিপদ। বল এসে লাগে উইকেটে। সেই সময় ক্রিজের বাইরে কোহলী।
ইংল্যান্ডের রেইনহ্যাম সিসি-র বিরুদ্ধে ব্যাট করছিল এপিং সিসি। তাদের ইনিংসের ৪৪তম ওভারে বল করতে আসেন বেন লিটল। ব্যাটসম্যান ফ্লিক করার চেষ্টা করলেও বলের নাগাল পাননি। বল চলে যায় উইকেটরক্ষক রাজ হোথির হাতে। আর তারপরেই ঘটে এই বিপত্তি।
৭৮ বলে ৪৮ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলীই। তাঁর এই রান আউটের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
We have a winner 🏆
— That’s so Village (@ThatsSoVillage) July 16, 2021
The funniest run-out of the season 😂
via @Frogboxlive, @RainhamCricket pic.twitter.com/ATAnP0BP0l
প্রথমে ব্যাট করে এপিং সিসি করে ১৭১ রান। সেই রান তাড়া করতে নেমে রেইনহ্যাম সিসি ৭৫ রান করেই থেমে যায়। কোহলী দুর্ভাগ্যজনক ভাবে আউট হলেও ম্যাচ জিতে নেয় তাঁর দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy