তাঁর ক্রিকেট জীবনের ভবিষ্যত কী? তা নিয়ে রোজই চর্চা চলে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের কাপে। কিন্তু তিনি আছেন নিজের মেজাজেই। সেটাই ফের বুঝিয়ে দিলেন ‘ক্যাপ্টেন কুল’। মুসৌরির বরফের মাঝে মেয়ে জিভাকে নিয়ে স্নো ম্যান তৈরিতে ব্যস্ত মহেন্দ্র সিংহ ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
চেন্নাই সুপার কিংগস ফ্যানস অফিসিয়াল (সিএসকেফ্যানসঅফিসিয়াল)-এর পেজে ভিডিয়োটি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ধোনির মেয়ে জিভা স্নো ম্যান তৈরি করতে ব্যস্ত। আর ছোট্ট জিভাকে বাবা ধোনি সাহায্য করছেন। সঙ্গে আরও জনা দুয়েক ব্যক্তি রয়েছে। তবে তাঁদের মুখ ঠিক করে ক্যামেরায় ধরা পড়েনি।
সিএসকে ফ্যানস অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঘণ্টা দুয়েকের মধ্যেই ভিডিয়োটি প্রায় ২০ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে ধোনি আর জিভার ফ্যানেরা কমেন্ট ও শেয়ার করে চলেছেন।
আরও পড়ুন: বিয়ের আসরে চলতে শুরু করল কনের ‘বিবাহ বহির্ভূত সম্পর্কের’ ভিডিয়ো
আরও পড়ুন: মহিলার টি-শার্ট ধরে টানছেন নিরাপত্তা কর্মী, অসমের বলে দাবি করা ছবিটি সম্পর্কে আসল তথ্য জানুন
দেখুন সেই ভিডিয়ো:
When MS Dhoni helped Ziva in making a snowman!☃️ . #VideoOfTheDay #WhistlePodu #Dhoni #Ziva