ব্যাঙের মতো বল করছে এই স্পিনার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামসকে মনে আছে? ১৯৯৫-৯৬-এ ইংল্যান্ড সফরে তাঁর আবির্ভাব চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। অদ্ভুত বোলিং অ্যাকশানের জন্য ক্রিকেট দুনিয়া তাঁকে ডাকত ‘ফ্রগ ইন এ ব্লেনডার’। ব্যাঙের মতো প্রায় লাফিয়ে লাফিয়ে বল করতেন তিনি। সেই পল অ্যাডামসের স্মৃতি সম্প্রতি ফেরালেন শ্রীলঙ্কার এক উঠতি স্পিন বোলার। এখন তাঁর বোলিং অ্যাকশন নিয়েই মেতেছেন নেটিজেনরা।
শ্রীলঙ্কার এই স্পিনারের নাম কেভিন কোথথিগোদা। তাঁর বাড়ি গলে। ২১ বছরের এই উঠতি স্পিনার বর্তমানে খেলছেন আবু ধাবি টি১০ লিগে। বাংলা টাইগারস দলের হয়ে সেখানে খেলছেন এই ডান হাতি স্পিনার। সেই প্রতিযোগিতাতেই কেভিনের ব্যাঙের মতো বোলিং অ্যাকশানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাথা নীচের দিকে নামিয়ে হাত প্রায় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে বল করছেন তিনি। ঠিক পল অ্যাডামসের মতো। দেখুন সেই ভিডিয়ো-
#NewFavePlayer Kevin Koththiigoda. Consonant in a blender pic.twitter.com/9EmOBFuNOW
— Paul Radley (@PaulRadley) November 16, 2019
আরও পড়ুন: ধোনির কথায় ফোকাস নড়ে যায়! বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি ফস্কানো নিয়ে বিস্ফোরক গম্ভীর
আরও পড়ুন: ধর্ম বদলেছেন, ঢাকার সেই ঐতিহাসিক স্কোয়াডের অভিমানী ক্রিকেটার থাকছেন ইডেনে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy