কফি বানাচ্ছেন জন্টি রোডস। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনার জেরে ঘরবন্দি বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সুপারস্টার জন্টি রোডস নিজেকে রেখেছেন হোম কোয়রান্টিনে। ঘরবন্দির সময় নিজের পানীয় নিজেই বানাচ্ছেন তিনি। সেই পানীয় বানানোর ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে সোমবার পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে তিনি শেয়ার করেছেন ‘বুলেট কফি’ বানানোর রেসিপি।
প্রায় দেড় মিনিটের সেই ভিডিয়োতে জন্টি রোডসকে বলতে শোনা গিয়েছে, লকডাউনের সময় স্বাস্থ্যকর থাকা কতটা জরুরি। সঙ্গে তিনি জানিয়েছেন, শরীরচর্চার আগে পানীয় কী ভাবে মনকে সতেজ করতে সাহায্য করে। এই বলার সঙ্গেই সঙ্গেই রান্নাঘরে কফি বানাচ্ছেন তিনি। সেই কফির নাম দিয়েছেন বুলেট কফি।
দেখুন সেই ভিডিয়ো—
#stayhealthyathome #lockdown #stayathome pic.twitter.com/Bw0ScBwvFY
— Jonty Rhodes (@JontyRhodes8) March 30, 2020
ক্রিকেটের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে গণ্য করা হয় দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে। ১৯৯২-এ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তার পর দু’হাজার ৫৩২টি ওডিআই ও ৫২টি টেস্ট খেলেছেন তিনি।
আরও পড়ুন: সিকিমে আটকে পড়া শ্রমিকদের বাড়ির দরজা খুলে দিলেন ভাইচুং
আরও পড়ুন: সচিন-লারাই আমার প্রজন্মের সেরা: ওয়ার্ন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy