প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি। বিভিন্ন বিষয়ে নিজের ‘জ্ঞান’ প্রায়শই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শুক্রবারও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন বীরু। সেই ছবি পোস্ট করে সত্য ও মিথ্যার ফারাক ভক্তদের বুঝিয়েছেন তিনি।
শুক্রবার করা সেই পোস্টের ছবিতে বীরুকে দেখা যাচ্ছে সাদা টি-শার্ট পরে। পোস্ট করার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে দু’লক্ষ ১০ হাজারের কাছাকাছি লাইক পড়েছে সেই ছবিতে। ছবির ক্যাপশনে ডেবিট কার্ডকে সত্যের সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁর কাছে মিথ্যা হল ক্রেডিট কার্ড।
তিনি লিখেছেন, ‘‘সত্যি হল ডেবিট কার্ড— এখন পে, পরে এনজয়। মিথ্যা হল ক্রেডিট কার্ড— এখন এনজয়, পরে পে।’’ দুই ধরনের কার্ডের মাধ্যমে সত্যি-মিথ্যার তুলনা করে ‘ভিরুজ্ঞান’ হ্যাশট্যাগে পোস্ট করেছেন তিনি। দেখুন সেই পোস্ট—
আরও পড়ুন: আমরা পারিনি, ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে তোমরা দেখিয়ে দাও, বলছেন মেহেদি
তবে এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন বিষয়ে নিজের জ্ঞান ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। দেখুন সেই সব পোস্টগুলি—
Teen usool hai mere- Aavedan, Nivedan aur fir De Dana Dan #virugyaan #uncomplicated #life
Instead of nagging about your partner, try bragging about your partner #virugyaan
আরও পড়ুন: ওপেনারদের দাপট, ত্রিদেশীয় টি২০-তে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy