সৌরভের সমালোচনা করলেন কাম্বলি।
শুভমন গিল ও অজিঙ্ক রাহানেকে দলে না নেওয়ায় টুইটারে প্রশ্ন তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এও বলেন যে, ক্রিকেটের সব ফরম্যাটে একই ক্রিকেটার খেলালে তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। নির্বাচকদেরও সেই কাজ করা উচিত বলে জানান তিনি। সৌরভের এই মন্তব্যেরই তীব্র ভাষায় বিরোধিতা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।
সৌরভ টুইট করে লিখেছিলেন, ‘সময় এসেছে নির্বাচকদের সব ফরম্যাটে একই খেলোয়াড় নেওয়ার। কারণ সেই দলই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যারা সব ফরম্যাটে খেলে। সবাইকে খুশি করার জন্য দল তৈরি নয়, তাদেরকেই নেওয়া দরকার যারা আত্মবিশ্বাসী।’
Time has come for indian selectors to pick same players in all formats of the game for rhythm and confidence.. too few are playing in all formats ..great teams had consistent players ..it’s not about making all happy but picking the best for the country and be consistent..@bcci
— Sourav Ganguly (@SGanguly99) July 24, 2019
তাঁর উত্তরে সাড়া জাগিয়েও হারিয়ে যাওয়া প্রতিভাবান ক্রিকেটার বিনোদ কাম্বলি টুইট করেন, ‘যে ঘোড়া যে মাঠে স্বচ্ছন্দে তাঁকে সেখানেই দৌড়তে দেওয়া উচিত। আমি মনে করিযে খেলোয়াড় যে ফরম্যাটে স্বচ্ছন্দ তাঁকে সেই ফরম্যাটেই খেলানো উচিত। তাতে একাধিক প্লেয়ারকে দেখে নেওয়ার সুযোগ থাকবেযা পরবর্তী সময় বড় টিমের বিরুদ্ধে খেলতে সাহায্য করবে।’
I believe in horses for courses.
— Vinod Kambli (@vinodkambli349) July 24, 2019
We need to choose the best players for the format & play them.
It will help #TeamIndia preserve players & with the big pool of players at our disposal, the mgmt can then utilize players for bigger series.
England & Australia are prime examples. https://t.co/wd9VKrBZmG
তবে কাম্বলির এই মন্তব্যের কোনও উত্তর দেননি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ এ-র বিরুদ্ধে ফর্মে ফিরলেন ঋদ্ধি, শূন্য করলেন প্রতিদ্বন্দ্বী ভরত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy