বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বিশ্ববিদ্যালয়ের পড়ুযাদের সামনে বক্তব্য রাখছিলেন। একই সঙ্গে বিভিন্ন বিষয় তাঁর কাছে তুলে ধরছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। আলোচনার তাল কাটে সৌরভের উদ্দেশে উপাচার্যের করা একটি মন্তব্যে। উপাচার্য বলেন, প্রত্যেক সফল পুরুষের উত্থানের নেপথ্যে এক জন মহিলার অবদান থাকে। সৌরভই বলতে পারবেন, তাঁর উত্থানের নেপথ্যে এক জন না একাধিক মহিলার ভূমিকা রয়েছে। উপাচার্যের কাছ থেকে এ ধরনের মন্তব্য শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করেন সৌরভ। একাধিক মহিলার ভূমিকার কথা বলে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন তা উপাচার্যের কাছে জানতে চান সৌরভ।
আরও পড়ুন:
এর পর নিজেই বিষয়টিকে লঘু করে দিয়ে সৌরভ বলেন, উপাচার্যের এই মন্তব্য শুনে এক জন তাঁর দিকে তাকিয়ে হাসছেন। সৌরভ বলেন, “যে কোনও মানুষকে সফল হতে গেলে নিজেকেই অনুপ্রাণিত করতে হয়। তবে, আমার জীবনে তিন জন মহিলা রয়েছেন। প্রথমে আমার মা। প্রত্যেকের কাছে মা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা সন্তানের জন্য অত্যন্ত আবেগপ্রবণ। মা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মা সন্তানকে স্নেহ করেন। আমার মা-ও তাই। তবে, তিনি খুবই শাসন করতেন। তিনি চাইতেন ছেলে যেন পড়াশেনা করে। কিন্তু বাবা ঠিক উল্টো। তিনি চাইতেন ছেলে খেলাধুলো করুক। কারণ তিনি ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বিয়ের পর ডোনা এল। তবে ও খুব শান্ত স্বভাবের। তবে, সব থেকে কঠোর শাসন করে আমার মেয়ে সানা। সব সময় আমার উপর নজর রাখে। আমাকে বিভিন্ন বিষয়ে শাসন করে। ওর নজর এড়ানো খুবই মুশকিল।” উপাচার্যের আলটপকা মন্তব্যের জবাব অন্য ভাবে দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন সৌরভ।