সেমিফাইনালে জোকোভিচ। ছবি রয়টার্স
ক্যালেন্ডার স্ল্যাম জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। ইটালির মাতেয়ো বেরেত্তিনিকে হারিয়ে উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। ক্যালেন্ডার স্ল্যাম জেতা থেকে আর দু’ম্যাচ দূরে তিনি। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভের, যিনি জোকোভিচকে টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে হারিয়েছিলেন।
উইম্বলডন ফাইনালে এই বেরেত্তিনিকে হারিয়ে খেতাব জেতেন জোকোভিচ। বুধবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইটালির খেলোয়াড়কে তিনি হারান ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩ গেমে। ম্যাচ জিতেই বলেছেন, “সামগ্রিক ভাবে একটা দারুণ ম্যাচ খেললাম। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত আমার খেলা সেরা তিনটি সেট।”
জোকোভিচের সংযোজন, “বেরেত্তিনি দুর্দান্ত ছন্দে রয়েছে। ইদানীং প্রচুর ম্যাচ অনায়াসে জিতছে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। চ্যালেঞ্জ যদি কঠিন হয় তাহলে জেতার পর অনুভূতিটাও আলাদা হয়।”
Novak Djokovic had it all working in a four-set win over Matteo Berrettini. pic.twitter.com/4ExwLQYzyF
— US Open Tennis (@usopen) September 9, 2021
এক মরসুমে প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম জেতাকে ক্যালেন্ডার স্ল্যাম বলা হয়। শেষ বার রড লেভার ১৯৬৯ সালে এই কাজ করে দেখিয়েছিলেন। ৫২ বছর পর সেই নজিরের সামনে জোকোভিচ। অলিম্পিক্সে সোনা জিতলে ‘গোল্ডেন স্ল্যাম’ হত তাঁর। তবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy