গোলের পর উল্লাস কোকে এবং সারাবিয়ার। ছবি টুইটার
প্রথম দু’ম্যাচে ড্র। এমন অবস্থায় বুধবার ইউরো কাপে স্লোভাকিয়ার বিরুদ্ধে জিততেই হত স্পেনকে। জয় তো এলই, সেই সঙ্গে লুই এনরিকের ছেলেরা গড়ল নতুন নজির। ৫-০ ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ ষোলয় উঠে গেল তারা। ম্যাচে দুটি আত্মঘাতী গোল হল।
ইউরো কাপের ইতিহাসে ৪৩টি ম্যাচ খেলেছে স্পেন। এটাই তাদের বৃহত্তম জয়। এই প্রথম বিপক্ষকে পাঁচ গোল দিল তারা। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল স্পেন। কিন্তু আলভারো মোরাতার শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। কিছুক্ষণ পরেই তিনিই হয়ে গেলেন খলনায়ক। দূর থেকে শট নিয়েছিলেন পাবলো সারাবিয়া। তাঁর শট ক্রসবারে লেগে উপরে উঠে যায়। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন দুব্রাভকা।
প্রথমার্ধেই ২-০ করে দেন আয়মেরিক লাপোর্তে। দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে পরপর গোল করে যান সারাবিয়া, ফেরান তোরেস। শেষ গোলটি জুরাজ কুচকার আত্মঘাতী।
⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 23, 2021
Spain through; equal EURO record win margin
Slovakia suffer heavy defeat in Seville
🤔 How good is this @SeFutbol side? #EURO2020
গ্রুপের অন্য ম্যাচে, সুইডেন ৩-২ ব্যবধানে হারাল পোলান্ডকে। জোড়া গোল এমিল ফর্সবার্গের। উল্টো দিকে জোড়া গোল করেন রবার্ট লেয়নডস্কিও। জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে সুইডেন। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্পেন। আগামী সোমবার প্রি-কোয়ার্টারে তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy