হতাশ এমবাপে টুইটার
২০১৮ বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৯ বছর বয়সেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে এবার ইউরোর মঞ্চে শেষ ষোলোর যুদ্ধে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর খলনায়ক হয়ে গিয়েছেন তিনি।
এমবাপে টাইব্রেকারের পঞ্চম শট মিস করায় হারতে হয় বিশ্বকাপ জয়ীদের। গোটা প্রতিযোগিতায় ৪ ম্যাচ খেলেও গোল পাননি তিনি। এত কিছুর পরও কিংবদন্তি পেলের আশীর্বাদ পেলেন ফরাসি স্ট্রাইকার।
এমবাপের পাশে দাঁড়িয়ে টুইট করেন পেলে। তিনি লেখেন, ‘কিলিয়ান মাথা উঁচু রাখ। নতুন করে শুরু কর। মনে কর আগামীকাল তোমার জীবনের প্রথম দিন’। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে দুটি গোল করার পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন এমবাপে। তবে সোমবার পঞ্চম পেনাল্টি নিতে গিয়ে ব্যর্থ হন। এরপরই সমালোচনার ঝড় বয়ে যায় তাঁকে নিয়ে।
Keep your head up, Kylian! Tomorrow is the first day of a new journey, @KMbappe.
— Pelé (@Pele) June 28, 2021
তবে সোমবার তিনি একা ব্যর্থ হননি। ৮০ মিনিট অবধি ২ গোলে এগিয়ে থাকার পরও তা ধরে রাখতে পারেনি ফ্রান্স। অতিরিক্ত সময়েও ফলাফল অমীমাংসিত থেকে যায়। তারপর টাইব্রেকারে গড়ায় খেলা।
সমালোচনার মধ্যেও কিংবদন্তি পেলে তাঁর পাশে দাঁড়ানোয় ফের ঘুরে দাঁড়ানোর ভরসা পেতেই পারেন এমবাপে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy