Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Euro Cup 2020

Euro 2020: ইটালির বিরুদ্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছেন স্পেনের প্রশিক্ষক এনরিকে

১৯৯৪ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইটালির কাছে হারতে হয়েছিল স্পেনকে।

সেমিফাইনালে স্পেন।

সেমিফাইনালে স্পেন। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৩:৩৯
Share: Save:

স্প্যানিশ কোচ লুইস এনরিকের মতে তাঁর দলের ফুটবলাররা পায়ে বল রেখে খেলতে বেশি স্বচ্ছন্দ। ইটালির বিরুদ্ধেও সেটাই করবে স্পেন। প্রতিযোগিতার প্রথম ম্যাচে বল পায়ে রেখে খেলার ব্যাপারে রেকর্ড গড়েছিল তারা। ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।

সাংবাদিক বৈঠকে এসে এনরিকে বলেন, “আমরা বল পায়ে রেখে খেলার ব্যাপারে সেরা। ইটালিও বল নিজেদের দখলে রাখতে ভালবাসে। তবে আগে বল পায়ে রাখার লড়াইটা জিততে হবে। আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার। বল নিজেদের দখলে রাখব। তার জন্য যা করতে হয় করব। বলের দখল আমাদের চাই।”

১৯৯৪ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইটালির কাছে হারতে হয়েছিল স্পেনকে। সেই স্প্যানিশ দলে ছিলেন এনরিকে। সেই ম্যাচে মাউরো তাসোত্তির কনুই লেগেছিল এনরিকের মুখে। স্প্যানিশ কোচকে সেই ঘটনার উল্লেখ করলে এনরিকে বলেন, “বহু বছর আগের ঘটনা। আমার নাকটা ঠিক হয়ে গিয়েছিল ওই ঘটনার ফলে। আমাদের দেশের ফুটবল ইতিহাসে উল্লেখযোগ্য ম্যাচ। তবে ফলাফল অন্য রকম হলেই বেশি খুশি হতাম।”

স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

স্প্যানিশ কোচ লুইস এনরিকে। —ফাইল চিত্র

সেমিফাইনালে জিতে ইতিহাস তৈরি করতে চাইছেন এনরিকে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে করোনার কারণে ইটালি বা স্পেন থাকা আসা কোনও দর্শককে ওয়েম্বলির মাঠে ঢুকতে দেওয়া হবে না। এর ফলে ইটালি বা স্পেনের খুবই কম সমর্থককে মাঠে দেখতে পাওয়া যাবে। তবে এই বিষয় নিয়ে ভেবে শক্তি খরচ করতে রাজি নন এনরিকে।

অন্য বিষয়গুলি:

Spain Italy Euro Cup 2020 Luis Enrique
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE