সেমিফাইনালে ইটালি। —ফাইল চিত্র
রবের্তো মানচিনি জানেন ২০ বছর ধরে যে ধরনের ফুটবল খেলে সাফল্য পেয়েছে স্পেন, ইউরোর সেমিফাইনালে তা বদলাবে না তারা। তার দলও তৈরি নিজেদের পরিকল্পনা নিয়ে, জানিয়ে দিলেন ইটালির প্রশিক্ষক মানচিনি।
সেমিফাইনালে উঠলেও স্পেনের খেলা খুশি করতে পারেনি সমর্থকদের। অতিরিক্ত পাস খেলার প্রবণতা দলকে ভোগাচ্ছে বলে মত অনেকের। ২০০৮ এবং ২০১২ সালের ইউরো কাপ বিজয়ী স্পেন মঙ্গলবার রাতে ইটালির বিরুদ্ধে খেলবে। টানা ৩২টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি আজুরিরা। বিশেষজ্ঞদের মতে তাই দ্বিতীয় সেমিফাইনালে পাল্লা ভারী ইটালিরই।
এক সাংবাদিক বৈঠকে মানচিনি বলেন, “শেষ ২০ বছর ধরে ওরা বিশ্ব ফুটবলে রাজত্ব করছে। আমার মনে হয় না ওরা নিজেদের খেলার ধরন পালটাবে। লুইস এনরিকে দারুণ প্রশিক্ষক। সেটা ও দেখিয়ে দিয়েছে। ওদের নিজস্ব খেলার ধরন আছে। সেটা ওদের সাফল্যও দিয়েছে। ওরা ওই খেলাটাই চালিয়ে যাবে। আমরা একটু বদলাব। তবে আমরা ইটালীয়, হঠাৎ করে স্প্যানিশদের মতো খেলতে পারব না। নিজেদের খেলাটাই খেলব আমরা।”
এ বারের ইউরো কাপে এখনও একটি ম্যাচেও হারেনি ইটালি। মানচিনি বলেন, “এটা দুঃখের যে ওয়েম্বলির মাঠে ইটালি বা স্পেন থেকে আশা কোনও দর্শক থাকতে পারবে না। তবে ফাঁকা মাঠে খেলার থেকে কিছু দর্শক থাকা ভাল।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy