লিয়োনার্দো বোনুচ্চি। ছবি রয়টার্স
ইটালির জয়ের পর অদ্ভুত সমস্যার মুখে পড়েছিলেন লিয়োনার্দো বোনুচ্চি। তাঁকে মাঠেই ঢুকতে দিচ্ছিলেন না এক নিরাপত্তারক্ষী। কিছুক্ষণ বোঝানোর পর অবশেষে মাঠে ঢোকার অনুমতি পেলেন তিনি।
ইউরো কাপের সেমিফাইনালে স্পেনকে সবে টাইব্রেকারে হারিয়েছে ইটালি। সমর্থকদের সঙ্গে উল্লাস করতে গ্যালারির দিকে ছুটে গিয়েছিলেন বোনুচ্চি। তখন ওই নিরাপত্তারক্ষী তাকিয়েছিলেন অন্যদিকে। সমর্থকদের অভিবাদন জানিয়ে ফেরার সময়েই নিরাপত্তারক্ষী আটকান বোনুচ্চিকে।
When the steward thought Bonucci was a fan trying to get back onto the pitch 🤣#ITAESP #Euro2020 pic.twitter.com/SJ4QjmNMcm
— Sam Huxley (@samhuxley) July 6, 2021
আসলে ওই নিরাপত্তারক্ষী বোনুচ্চিকে ভেবেছিলেন কোনও সমর্থক, যিনি মাঠের ভিতরে জোর করে প্রবেশ করতে চাইছেন। কোভিড পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে আটকান। পরক্ষণেই ভুল বুঝতে পেরে ছেড়ে দেন।
তবে গোটা ঘটনায় অবাক হয়ে গিয়েছিলেন ইটালির ডিফেন্ডার। কেন তাঁকে আটকানো হচ্ছে বুঝতেই পারেননি। কোভিডের কোনও নিয়ম ভেঙেছেন সেটা ভাবতে গিয়ে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে ওই নিরাপত্তারক্ষী তাঁকে ছেড়ে দেওয়ায় মাঠে গিয়ে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy