ইংরেজদের অভব্য আচরণে মেজাজ হারালেন কেভিন পিটারসেন। ফাইল চিত্র
ইংরেজদের অভব্য আচরণে লজ্জিত সেই দেশের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। লজ্জায় এতটাই মাথা কাটা যাচ্ছে তাঁর যে, ২০৩০ সালে ইংল্যান্ডে ফুটবল বিশ্বকাপ আয়োজনের কোনও যোগ্যতা নেই বলে মনে করছেন তিনি।
রবিবার ইউরো কাপের ফাইনালে ইটালির কাছে টাইব্রেকারে হারে ইংল্যান্ড। তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার মার্কাস র্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো ও সাকা টাইব্রেকারে পেনাল্টি নষ্ট করেছেন। সেই হারের জ্বালা হজম করতে না পেরে একদল সমর্থক এই তিন ফুটবলারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁদের বিরুদ্ধে নেট মাধ্যমে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে। আর সেটাই মেনে নিতে পারছেন না কেপি।
The walk I took with Dylan to get our car home last night was scary absolutely HORRENDOUS!
— Kevin Pietersen🦏 (@KP24) July 12, 2021
This behaviour in 2021?? 🤬
The abuse of the players who gave us so much joy?? 🤬
Do we actually deserve the 2030 World Cup? 🤔
২০৩০ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন হবে। পিটারসেন মনে করেন তাঁর দেশ বিশ্বকাপ আয়োজনের যোগ্য নয়। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন পিটারসেন।
কেপি টুইটারে লিখেছেন, ‘আমাদের দেশের অনেক কৃষ্ণাঙ্গ মানুষ ম্যাচের পর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছে। ভাবলেই গা শিউরে ওঠে। ২০২১ সালে দাঁড়িয়ে মানুষের প্রতি মানুষের এমন ব্যবহার কি আদৌ কাম্য? এরপরেও কি আমাদের দেশে ২০৩০ সালের বিশ্বকাপ হওয়া উচিত?’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy