স্টেডিয়ামের বাইরে তাণ্ডব ইংরেজ সমর্থকদের। ছবি রয়টার্স
ইংল্যান্ড সমর্থকদের কুখ্যাত রূপ আরও এক বার দেখা গেল ইউরো কাপে। রবিবার ইউরো কাপের ফাইনালে হেরে যাওয়ার পর ইটালির সমর্থকদের নির্বিচারে মারধোর করল তারা।
ম্যাচের পর ওয়েম্বলির বাইরে কার্যত রণক্ষেত্র তৈরি হয়। স্টেডিয়ামের যে গেট দিয়ে ইটালীয়রা বেরোচ্ছিলেন, তার পাশেই জড়ো হয়েছিলেন প্রচুর ইংরেজ সমর্থক। এক একজন করে সমর্থক বেরোচ্ছিলেন আর তাঁদের মাটিতে ফেলে পেটানো হচ্ছিল। ইটালির পতাকার উপরে থুতু ছেটানো হয়। সঙ্গে ছিল অকথ্য গালিগালাজ।
কিছুক্ষণ পরে পুলিশ এসে সামাল দেয়। কিন্তু ততক্ষণে ইংরেজ সমর্থকদের ‘ভালবাসা’য় গুরুতর আহত হয়ে পড়েছেন প্রচুর সমর্থক। তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কিছু ইংরেজ সমর্থককেও ধরে নিয়ে যাওয়া হয়।
england fans are sore racist violent losers that need to be punished by fifa. we can't just sit & watch them physically attack italy fans at wembley then hurl racial insults at rashford, sancho & saka. fifa needs to act. we need to create an environment safe for players & fans.💔 pic.twitter.com/gJOv5xT2dt
— #diaryofnasawali (@nasawali_phame) July 12, 2021
absolutely embarrassing from england fans, even more embarrassing now we lost. GROWN ASS MEN vandalising the streets of London just because of people passing a ball around for 90 minutes. pic.twitter.com/dfhiWnY3Gc
— Quincy ४ 💀🏴 (@Duplicity_Skull) July 12, 2021
মাঠের বাইরে আরও তাণ্ডব অপেক্ষা করছিল। হারের হতাশায় এবং আক্রোশে সরকারি সম্পত্তি নষ্ট করা শুরু করেন কিছু ইংরেজ সমর্থক। রাস্তার ধারে দোকানপাট, গাড়ি ভাঙচুর করা হয়। বিয়ার এবং মদের বোতল আছাড় মেরে ভাঙা হয় রাস্তার। তার মধ্যে পৈশাচিক উল্লাস করতে থাকেন কিছু ইংরেজ সমর্থক।
ম্যাচের আগেও গোলমাল হয়েছে। হঠাৎই পুলিশকে ঠেলে সরিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়তে শুরু করেন অজস্র টিকিটহীন সমর্থক। বিরাট পুলিশ বাহিনী এসে তাঁদের নিয়ন্ত্রণ করার আগেই অনেকে ভেতরে ঢুকে যান। প্রত্যেককে চিহ্নিত করে বের করা সম্ভব ছিল না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy