গোলের পর গ্রিজম্যান। ছবি রয়টার্স
পর্তুগালের বিরুদ্ধে ভাল খেলেও তিন গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল হাঙ্গেরিকে। ফ্রান্সের বিরুদ্ধে সেই ভুল করল না তারা। ম্যাচে আগাগোড়া ভাল খেলে বিশ্বচ্যাম্পিয়নদের থেকে এক পয়েন্ট কেড়ে নিয়ে চমকে দিল হাঙ্গেরি। তবে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই ফ্রান্স। শেষ ষোলয় যাওয়াও একপ্রকার নিশ্চিত।
ঘরের মাঠে ৬০ হাজার দর্শকের সামনে খেলতে পারায় এমনিতেই কিছুটা তেতে ছিল তারা। তার উপর আগের ম্যাচে হারের জ্বালাও ছিল। সেই প্রতিরোধই আছড়ে পড়ল হাঙ্গেরির খেলায়। প্রথম থেকেই বিপক্ষকে চাপে রেখেছিল তারা। ফ্রান্সের সামনে সুযোগ এসেছিল ঠিকই। কিন্তু তা কাজে লাগাতে পারেনি হাঙ্গেরির ডিফেন্ডারদের দক্ষতায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাঙ্গেরিকে এগিয়ে দেন আতিলা ফিয়োলা। মাঠে থাকা দর্শকদের উচ্ছ্বাস তখন বাঁধ ভেঙেছে।
দ্বিতীয়ার্ধে তবু ফ্রান্সের খেলায় কিছুটা হলেও ঝাঁজ দেখা যায়। করিম বেঞ্জেমা সামনে একা গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি। সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপেও। বাধ্য হয়ে আদ্রিয়ান হাঁবিয়র জায়গায় উসমান দেম্বেলেকে নামান ফরাসি কোচ দিদিয়ে দেশঁ। এর কিছুক্ষণ পরেই সমতা ফেরান আঁতোয়া গ্রিজম্যান। তবে জয়সূচক গোল খুঁজে পায়নি তারা। খেলার শেষদিকে দলের ফুটবলারদের উপর ক্ষুব্ধ হয়ে মাঠে বোতল ছুঁড়তে থাকেন ফরাসি সমর্থকরা।
⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 19, 2021
Fiola strikes just before break
Griezmann nets second-half equaliser
🤔 Who impressed you? #EURO2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy