Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Emil Forsberg

Euro 2021: ইউরোয় দ্বিতীয় দ্রুততম গোল করলেন সুইডেনের ফর্সবার্গ

ম্যাচে ২টি গোল করেন ফর্সবার্গ

এমিল ফর্সবার্গ

এমিল ফর্সবার্গ ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২৩:১৩
Share: Save:

ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেছেন সুইডেনের এমিল ফর্সবার্গ। পোলান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮১ সেকেন্ডে গোল করেন তিনি। ইউরোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড রয়েছে দিমিত্রি কিরিচেঙ্কোর। ২০০৪ সালে ইউরোতে গ্রিসের বিরুদ্ধে ৬৫ সেকেন্ডে গোল করেন তিনি।

বুধবার পোলান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পায় সুইডেন। ম্যাচে ২টি গোল করেন ফর্সবার্গ। ইশাকের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে শট করেন ফর্সবার্গ। বল গোলে ঢোকে। প্রথম গোল পায় সুইডেন। যা ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটাও আসে তাঁর পা থেকেই। তবে ৮৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেন রবার্ট লেওয়ানডস্কি। তবুও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ভিক্টর ক্লাসেনের গোলে জয় পায় সুইডেন।

শেষ ষোলয় সুইডেন খেলবে ইউক্রেনের বিরুদ্ধে। ইউরোতে ইতিমধ্যে ৩টি গোল করে ফেলেছেন ফর্সবার্গ। পোলান্ড ছাড়াও স্লোভাকিয়ার বিরদ্ধে গোল পেয়েছিলেন তিনি।

অন্য বিষয়গুলি:

Sweden Emil Forsberg UEFA Euro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE