আগুয়েরোদের এ বার খেলতে হবে পোর্তোয়। ছবি রয়টার্স
ফাইনালে উঠেছে ইংল্যান্ডের দুই দল। সে দেশেরই ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের কথা ভাবা হলেও ব্রিটেনের কড়া নিয়মকানুনের জন্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হল পর্তুগালে। পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে। ইস্তানবুল থেকে ফাইনাল সরে গেল পোর্তোয়ে।
প্রথমে ঠিক ছিল ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে ফাইনাল হবে। কিন্তু ব্রিটেনের লাল তালিকাভুক্ত দেশগুলির মধ্যে তুরস্ক থাকায় সেখান থেকে ফাইনাল সরিয়ে আনার কথা ভাবা হয়। আলোচনায় নাম উঠে আসে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের। কিন্তু ব্রিটেনের নিভৃতবাস-সহ একাধিক কড়া নিয়মের কারণে বিদেশি সমর্থক এবং সাংবাদিকদের খেলা দেখতে আসা নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ফাইনাল অন্য জায়গায় সরানোর সিদ্ধান্ত নিল উয়েফা।
১৭ মে ব্রিটেনের সবুজ তালিকাভুক্ত দেশের অন্তর্গত হচ্ছে পর্তুগাল। ফলে ২৯ মে-র ফাইনাল দেখতে যাওয়া নিয়ে সমর্থকদের চিন্তা নেই। উয়েফা জানিয়েছে, ম্যাঞ্চেস্টার সিটি এবং চেলসি, দু’দলকেই ৬০০০ করে টিকিট দেওয়া হবে। বৃহস্পতিবার থেকেই যার বিক্রি শুরু হয়ে গিয়েছে।
The UEFA Champions League final between Man. City & Chelsea will be held at the Estádio do Dragão in Porto.#UCL | #UCLfinal pic.twitter.com/mYmewt1hqH
— UEFA Champions League (@ChampionsLeague) May 13, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy