নতুন মরসুমের দল গঠনের কাজ শুরু করে দিল মহমেডান স্পোর্টিং। দুই সার্বিয়ান ফুটবলার নিকালো স্টোজানোভিচ ও স্টেফান ইলিচকে সই করাল তারা। নিকালো মিডফিল্ডার ও ফরোয়ার্ড হিসেবে খেলেন ইলিচ। রবিবার নেটমাধ্যমে এই দুই ফুটবলারের মহমেডানে যোগ দেওয়ার খবর জানানো হয়। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই সাদা কালো শিবিরে সই করতে পারেন গত মরসুমে ইস্টবেঙ্গলে খেলা বলবন্ত সিংহ।
২০১৫ সালে সার্বিয়ার হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছিলেন ইলিচ। স্পার্টাক সুবোটিকা, ওএফকে বাকা, রেড স্টার বেলগ্রেডের মত ক্লাবে খেলেছেন তিনি। অন্যদিকে নিকোলা গ্রিস ও বেলারুশের প্রথম ডিভিশন ক্লাবে খেলেছেন।
শনিবার দল গঠন নিয়ে ক্লাবে বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী সংস্থার অন্যতম কর্ণধার দীপক কুমার সিংহ, ক্লাব কর্তা তাহ আহমেদ, দানিশ ইকবাল, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ,কামাররুদ্দিন, ইশতিয়াক আহমেদ রাজুরা। নতুন ফুটবলার তুলে আনার লক্ষ্যে সিকিমে ট্রায়াল নিতে পারে মহমেডান।
✅DONE DEAL ✅
— Mohammedan SC (@MohammedanSC) June 13, 2021
Mohammedan Sporting Club announces the signing of Serbian duo Stefan Ilic and Nikola Stojanovic ⚫️⚪️⚽️💪🏻#TransferAlert#DoneDeal#JaanJaanMohammedan pic.twitter.com/UuH05gyizC