রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। ছবি: টুইটার থেকে
যোগেশ কাঠুনিয়ার রুপো জয়। টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতীয় খেলোয়াড়দের সাফল্য চলছেই। শুটিংয়ে সোনা জয়ের পরেই রুপো এল ডিসকাস থ্রোয়ে। ৪৪.৩৮ মিটার ছুড়ে রুপো পেলেন যোগেশ।
প্রথম বার প্যারালিম্পিক্সে অংশ নিয়েই পদক পেলেন যোগেশ। ২৪ বছরের যোগেশ নয়াদিল্লির কিরোরিমল কলেজের ছাত্র। আট বছর বয়স থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি। যোগেশের বাবা সেনায় কর্মরত। তাঁর কাছ থেকেই মানসিক জোর পেয়েছেন যোগেশ। লড়াই করার সেই শক্তিই পদক এনে দিল তাঁকে।
নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, 'দুর্দান্ত পারফরম্যান্স যোগেশ কাঠুরিয়ার। রুপো নিয়ে আসছেন তিনি। ওঁর সাফল্য অন্যদের অনুপ্রেরণা দেবে। শুভেচ্ছা যোগেশকে। ভবিষ্যতের জন্য আরও সাফল্য কামনা করি।' অনুরাগ ঠাকুর টুইট করে লেখেন, 'প্রথম প্যারালিম্পিক্সে অংশ নিয়েই রুপো জিতল যোগেশ। ভারতের প্যারালিম্পিয়ানরা আমাদের গর্বিত করছে।'
Outstanding performance by Yogesh Kathuniya. Delighted that he brings home the Silver medal. His exemplary success will motivate budding athletes. Congrats to him. Wishing him the very best for his future endeavours. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
Silver for Yogesh Kathuniya in his 1st #Paralympics!!!
— Anurag Thakur (@ianuragthakur) August 30, 2021
India’s Paralympians are making us immensely proud and it’s thrilling to see them in action!
• Discus Throw F56 final
• Season Best throw of 44.38m#Praise4Para#Cheer4India#ParaAthletics pic.twitter.com/SgG9TK5dYf
যোগেশের ইভেন্টে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লডিনি বাতিস্তা ডস স্যান্টস। গত বারও সোনা জিতেছিলেন তিনি। ৪৫.৫৯ মিটার দূরে ডিসকাস ছোড়েন তিনি।
২০১৯ বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ। সেই সাফল্যই প্যারালিম্পিক্সে জায়গা করে দিয়েছিল তাঁকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy