ভাবিনাবেন পটেল রুপো জিতলেন। —ফাইল চিত্র
ইতিহাসে গড়লেন ভাবিনাবেন পটেল। রবিবার টেবিল টেনিসে রুপো জিতলেন তিনি। প্যারালিম্পিক্সে এটাই ভারতের প্রথম পদক জয়। চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)।
প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরে যান ভাবিনা। চিনের ঝৌ ইং প্রথম গেম থেকেই দাপট দেখাতে শুরু করেন। তাঁর ব্যাকহ্যান্ডের দাপটে দিশেহারা হয়ে যান ভাবিনাবেন। কোনও উত্তর ছিল না তাঁর কাছে। একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি।
দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপট ছিল ঝৌ ইংয়ের। ৫-১১ ব্যবধানে সেই গেম হেরে যান ভাবিনাবেন। বিশ্বের এক নম্বর ঝৌয়ের কাছে সোনা জয় তখন সময়ের অপেক্ষা।
News Flash:
— India_AllSports (@India_AllSports) August 29, 2021
SILVER medal for India at #Paralympics as Bhavina Patel goes down to World No. 1 Chinese paddler 0-3 in Final.
It's 1st ever Table Tennis medal for India at Paralympics & 1st medal in this edition.
Proud of you Bhavina pic.twitter.com/jUpttUd6ap
একের পর এক চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে ওঠা ভাবিনাবেন শেষ বাধাটা টপকাতে পারলেন না। ৬-১১ ব্যবধানে শেষ গেম হেরে গেলেন তিনি। ভারতকে রুপো এনে দিলেন টেবিল টেনিসে। এ বারের প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy