অবনী লেখারা। —ফাইল চিত্র
ইতিহাস গড়লেন ভারতীয় শ্যুটার অবনী লেখারা। একই প্যারালিম্পিক্সে দুটো পদক জিতলেন তিনি। অলিম্পিক্সেও কোনও ভারতীয় প্রতিযোগীর এই কৃতিত্ব নেই। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী। শুক্রবার ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছরের শ্যুটার।
প্যারালিম্পিক্সে প্রথম মহিলা হিসাবে পদক জিতেছিলেন দীপা মালিক। ২০১৬ রিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে এখনও অবধি দু'জন মহিলা প্রতিযোগী পদক এনেছেন, অবনী এবং ভাবিনা পটেল। ভাবিনা রুপো জিতেছিলেন টেবিল টেনিসে।
প্যারালিম্পিক্সে এক ডজন পদক জয় ভারতের। দুটো সোনা, ছ'টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। প্যারালিম্পিক্সে এটাই ভারতের সেরা সাফল্য।
.@AvaniLekhara, you beauty! 😍😍😍#IND's ace shooter claims a second medal in R8 - Women's 50m Rifle 3P SH1, winning #Bronze with a score of 445.9! 🔥
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 3, 2021
1⃣2⃣ medals for ! #Tokyo2020 #Paralympics #ShootingParaSport pic.twitter.com/sJ51rQpky1
প্রথম মহিলা হিসাবে প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন অবনী। সেই রেকর্ডের সঙ্গে আরও এক সাফল্য তাঁর মুকুটে। একই প্যারালিম্পিক্সে জোড়া পদক। আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে তাঁর কাছে। ৫০ মিটার রাইফেলের মিক্সড প্রতিযোগিতায় খেলতে নামবেন তিনি। সেই ইভেন্টে পদক পেলে একাই তিনটি পদকের মালিক হবেন অবনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy