টোকিয়ো অলিম্পিক্স থেকে নিজেকে সরিয়ে নেন আলজেরিয়ার জুডো খেলোয়াড় ফেথি নৌরাইনে। ছবি: রয়টার্স
প্রতিপক্ষ ইজরায়েলের বাসিন্দা। এটাই নাকি তাঁর দোষ। সেই কারণে টোকিয়ো অলিম্পিক্স থেকে নিজেকে সরিয়ে নেন আলজেরিয়ার জুডো খেলোয়াড় ফেথি নৌরাইনে। এর ফলে তাঁকে এবং তাঁর কোচকে ১০ বছরের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ)।
ফেথির প্রথম লড়াই ছিল সুদানের মোহাম্মেদ আবদালরাসুলের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই নামতে হতো ইজরায়েলের তোহার বুটবুলের বিরুদ্ধে। সেই জন্য প্রথম ম্যাচে খেলতেই নামেননি ফেথি। তিনি জানিয়ে দেন রাজনৈতিক ভাবে প্যালেস্তাইনকে সমর্থন করেন। সেই জন্য ইজরায়েলের বিরুদ্ধে খেলবেন না ফেথি।
ইজরায়েলের অলিম্পিক্স সংস্থা সঙ্গে সঙ্গে ফেথি এবং তাঁর কোচ অমর বেনিখলেফের সদস্যপদ খারিজ করে দেয়। টোকিয়োর গেমস ভিলেজ ছেড়ে বেরিয়ে যান তাঁরা। আইজেএফ-এর তরফে বলা হয়, “অলিম্পিক্সকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন তাঁরা। এটা নিয়ম বিরুদ্ধ।”
২০৩১ সালের ২৩ জুলাই পর্যন্ত ফেথিকে নির্বাসিত করা হয়েছে। তবে ফেথি এমন কাজ প্রথম বার করেননি। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ইজরায়েলের প্রতিপক্ষকে এড়াতে লড়াই ছেড়ে দিয়েছিলেন ফেথি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy