Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Tokyo Olympic 2020

Tokyo Olympics: শুধু খেলায় নয়, অলিম্পিক্সে রূপেও গোটা বিশ্বের নজর কেড়েছেন এই সুন্দরী অ্যাথলিটরা

এ বারের অলিম্পিক্সে মহিলাদের উপস্থিতি রীতিমতো তাৎপর্য্যপূর্ণ। এঁদের মধ্যে অনেকে যেমন পারফরম্যান্সে নজর কেড়েছেন, তেমনই সৌন্দর্যেও অনেকে চমকে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৯:১৭
Share: Save:
০১ ১৩
জার্মানির অ্যালিসা স্মিটকে বলা হয় বিশ্বের ‘সেক্সিয়েস্ট’ ক্রীড়াবিদ। খেলাধুলোর থেকে তাঁর সাজগোজ, শরীরী ভঙ্গিমা নিয়ে চর্চা হয় বেশি। তিনি জার্মানির ৪x৪০০ রিলে দলের সঙ্গে যুক্ত। তবে হার্ডলস, ২০০ মিটার, ৪০০ মিটারেও আগে অংশগ্রহণ করেছেন।

জার্মানির অ্যালিসা স্মিটকে বলা হয় বিশ্বের ‘সেক্সিয়েস্ট’ ক্রীড়াবিদ। খেলাধুলোর থেকে তাঁর সাজগোজ, শরীরী ভঙ্গিমা নিয়ে চর্চা হয় বেশি। তিনি জার্মানির ৪x৪০০ রিলে দলের সঙ্গে যুক্ত। তবে হার্ডলস, ২০০ মিটার, ৪০০ মিটারেও আগে অংশগ্রহণ করেছেন।

০২ ১৩
ইটালির টেনিস খেলোয়াড় ক্যামিলা জিওর্জি ছিলেন এ বারের অলিম্পিক্সে অন্যতম সেরা আকর্ষণ। সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে এলিনা সোয়াইতোলিনার কাছে হেরে যান। কিন্তু তাঁর সৌন্দর্য মন জয় করেছে সকলের।

ইটালির টেনিস খেলোয়াড় ক্যামিলা জিওর্জি ছিলেন এ বারের অলিম্পিক্সে অন্যতম সেরা আকর্ষণ। সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে এলিনা সোয়াইতোলিনার কাছে হেরে যান। কিন্তু তাঁর সৌন্দর্য মন জয় করেছে সকলের।

০৩ ১৩
ইটালির মহিলা ভলিবল দলের হয়ে খেলেন এলিনা পিয়েত্রিনি। ২০১৮-য় জাপানে বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ইটালি দলের সদস্য ছিলেন। এ বার ইটালি কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার কাছে হেরে গিয়েছে।

ইটালির মহিলা ভলিবল দলের হয়ে খেলেন এলিনা পিয়েত্রিনি। ২০১৮-য় জাপানে বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ইটালি দলের সদস্য ছিলেন। এ বার ইটালি কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার কাছে হেরে গিয়েছে।

০৪ ১৩
সুন্দরীদের তালিকায় উপরের দিকেই থাকবেন কানাডার হেপ্টাথলিট জর্জিয়া এলেনউড। বুধবার মহিলাদের হেপ্টাথলনে সাতটি ইভেন্টে লড়েছেন তিনি। নামবেন বৃহস্পতিবারও। ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন জর্জিয়া।

সুন্দরীদের তালিকায় উপরের দিকেই থাকবেন কানাডার হেপ্টাথলিট জর্জিয়া এলেনউড। বুধবার মহিলাদের হেপ্টাথলনে সাতটি ইভেন্টে লড়েছেন তিনি। নামবেন বৃহস্পতিবারও। ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন জর্জিয়া।

০৫ ১৩
শুধু সৌন্দর্যে নয়, নিউজিল্যান্ডের ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগী এলিজা ম্যাকার্টনি মাঠে নেমেও চমকে দিতে ওস্তাদ। গত অলিম্পিক্সে পোল ভল্টে ব্রোঞ্জ রয়েছে তাঁর। কমনওয়েলথ গেমসে জিতেছেন রুপো। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পদক রয়েছে।

শুধু সৌন্দর্যে নয়, নিউজিল্যান্ডের ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগী এলিজা ম্যাকার্টনি মাঠে নেমেও চমকে দিতে ওস্তাদ। গত অলিম্পিক্সে পোল ভল্টে ব্রোঞ্জ রয়েছে তাঁর। কমনওয়েলথ গেমসে জিতেছেন রুপো। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পদক রয়েছে।

০৬ ১৩
এ বারই অলিম্পিক্সে প্রথম এসেছে স্কেটবোর্ডিং। প্রথম বারেই তাক লাগিয়ে দিয়েছেন ব্রাজিলের লেটিসিয়া বুফোনি। আন্তর্জাতিক স্তরে প্রচুর সোনা রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন খোদ নেমার।

এ বারই অলিম্পিক্সে প্রথম এসেছে স্কেটবোর্ডিং। প্রথম বারেই তাক লাগিয়ে দিয়েছেন ব্রাজিলের লেটিসিয়া বুফোনি। আন্তর্জাতিক স্তরে প্রচুর সোনা রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন খোদ নেমার।

০৭ ১৩
স্লোভেনিয়ার জানিয়া গার্নব্রেট প্রতিনিধিত্ব করেন রক ক্লাইম্বিংয়ে। কিছুটা অপরিচিত এই ইভেন্টে তিনি বাকিদের থেকে অনেক এগিয়েই নামছেন। যোগ্যতা অর্জন পর্বে ভাল খেলেছেন তিনি।

স্লোভেনিয়ার জানিয়া গার্নব্রেট প্রতিনিধিত্ব করেন রক ক্লাইম্বিংয়ে। কিছুটা অপরিচিত এই ইভেন্টে তিনি বাকিদের থেকে অনেক এগিয়েই নামছেন। যোগ্যতা অর্জন পর্বে ভাল খেলেছেন তিনি।

০৮ ১৩
জেসিকা স্প্রিংটিন আমেরিকার শীর্ষস্থানীয় অসিচালক। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি সঙ্গীতজ্ঞ ব্রুস স্প্রিংটিনের মেয়ে। ছোট থেকেই অসিচালনা শিখেছেন। এটি তাঁর দ্বিতীয় অলিম্পিক্স।

জেসিকা স্প্রিংটিন আমেরিকার শীর্ষস্থানীয় অসিচালক। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি সঙ্গীতজ্ঞ ব্রুস স্প্রিংটিনের মেয়ে। ছোট থেকেই অসিচালনা শিখেছেন। এটি তাঁর দ্বিতীয় অলিম্পিক্স।

০৯ ১৩
রোমানিয়ার বার্নাডেট জস টেবিল টেনিস খেলোয়াড়। এ বারের অলিম্পিক্সে তিনটি বিভাগে অংশগ্রহণ করেন। তবে সাফল্য পাননি কোনওটিতেই।

রোমানিয়ার বার্নাডেট জস টেবিল টেনিস খেলোয়াড়। এ বারের অলিম্পিক্সে তিনটি বিভাগে অংশগ্রহণ করেন। তবে সাফল্য পাননি কোনওটিতেই।

১০ ১৩
বুধবারই ভলিবলের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে তুরস্ক। তবে সেই দলের জেহরা গুনেস নজর কেড়েছেন তাঁর সৌন্দর্যের কারণে। শুধু তাই নয়, দেশের অন্যতম সেরা ভলিবলার তিনি।

বুধবারই ভলিবলের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে তুরস্ক। তবে সেই দলের জেহরা গুনেস নজর কেড়েছেন তাঁর সৌন্দর্যের কারণে। শুধু তাই নয়, দেশের অন্যতম সেরা ভলিবলার তিনি।

১১ ১৩
২১-এর তন্বী ভ্যালেন্তিনা অ্যাকোস্তা জিরাল্দো কলম্বিয়ার তিরন্দাজ। এ বারের মহিলাদের র‌্যাঙ্কিং রাউন্ডে ৫০তম স্থানে শেষ করায় ফাইনালে যেতে পারেননি। তবে সৌন্দর্যের কারণ নজর কেড়েছেন।

২১-এর তন্বী ভ্যালেন্তিনা অ্যাকোস্তা জিরাল্দো কলম্বিয়ার তিরন্দাজ। এ বারের মহিলাদের র‌্যাঙ্কিং রাউন্ডে ৫০তম স্থানে শেষ করায় ফাইনালে যেতে পারেননি। তবে সৌন্দর্যের কারণ নজর কেড়েছেন।

১২ ১৩
হংকংয়ের খেলোয়াড় ভিভিয়ান কং জড়িয়ে ফেন্সিংয়ের সঙ্গে। ব্যক্তিগত ইভেন্টে তিনি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। দলগত ইভেন্টে তাঁরা সপ্তম স্থানে শেষ করেছেন।

হংকংয়ের খেলোয়াড় ভিভিয়ান কং জড়িয়ে ফেন্সিংয়ের সঙ্গে। ব্যক্তিগত ইভেন্টে তিনি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। দলগত ইভেন্টে তাঁরা সপ্তম স্থানে শেষ করেছেন।

১৩ ১৩
চিনা তাইপেইয়ের চিয়া ইং ইয়ু শুটার। টোকিয়ো অলিম্পিক্সে মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে ফাইনালে সপ্তম স্থানে শেষ করেন। অংশগ্রহণ করেছেন রিয়ো অলিম্পিক্সেও।

চিনা তাইপেইয়ের চিয়া ইং ইয়ু শুটার। টোকিয়ো অলিম্পিক্সে মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে ফাইনালে সপ্তম স্থানে শেষ করেন। অংশগ্রহণ করেছেন রিয়ো অলিম্পিক্সেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE