বিদায় নিলেন সুতীর্থা। ছবি: রয়টার্স
পারলেন না সুতীর্থা মুখোপাধ্যায়। টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন তিনি। প্রণতি নায়েকের পর অলিম্পিক্স থেকে আরও এক বাঙালির বিদায়। প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও জয় তাঁর লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছিল। দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারলেন তিনি। পর্তুগালের ফু ইউ-এর বিরুদ্ধে ০-৪ ব্যবধানে হেরে বিদায় সুতীর্থার।
ফু ইউ-র বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না বাঙালি টেবিল টেনিস তারকা। খেলার ফল ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১। দ্বিতীয় রাউন্ডে যেন কোনও লড়াই দেখাই গেল না তাঁর থেকে। ছন্দ খুঁজে পাওয়ার আগেই অলিম্পিক্স থেকে বিদায় ঘটে গেল তাঁর।
টেবিল টেনিসে ভারতের আশা এখন মণিকা বাত্রা এবং শরথ কমল। সোমবার সকালে পর্তুগালের আপোলোনিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন শরথ। ৪-২ ব্যবধানে জিতেছেন তিনি।
#TableTennis :
— India_AllSports (@India_AllSports) July 26, 2021
Sutirtha Mukherjee goes down to higher ranked Fu Yu (WR 55) 0-4 in 2nd round. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/8o3TnW4BBq
মণিকা খেলতে নামবেন অস্ট্রিয়ার সোফিয়া পালকানোভার বিরুদ্ধে। তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন তিনি। জিতলে পৌঁছে যাবেন প্রি কোয়ার্টার ফাইনালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy