মানসিক অবসাদ কাটিয়ে ফের টোকিয়ো অলিম্পিক্সে নামতে চলেছেন সিমোনে বাইলস। ছবি - টুইটার
মানসিক অবসাদ কি তবে কাটিয়ে উঠতে চলেছেন? চলতি টোকিয়ো অলিম্পিক্সে ফের একবার প্রত্যাবর্তন করতে চলেছেন সিমোনে বাইলস। মঙ্গলবার ব্যাল্যান্স বিমের ফাইনাল। সেই ফাইনালে নামতে চলছেন আমেরিকার এই জিমন্যাসট। আমেরিকার জিমন্যাসটিক্স সংস্থার তরফ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে।
আমেরিকার জিমন্যাসটিক্স সংস্থার তরফ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘মঙ্গলবার আমেরিকার হয়ে ব্যাল্যান্স বিমের ফাইনালে সিমোনে বাইলস নামতে চলেছেন। সঙ্গে থাকবেন সানি লি। এই দুজনকে ফের একবার দেখার জন্য গোটা দেশ মুখিয়ে রয়েছে।’
We are so excited to confirm that you will see two U.S. athletes in the balance beam final tomorrow - Suni Lee AND Simone Biles!! Can’t wait to watch you both!
— USA Gymnastics (@USAGym) August 2, 2021
ফাইনালে অংশগ্রহণকারী আট জন প্রতিযোগীর তালিকায় সিমোনের নাম রয়েছে। গত রিয়ো অলিম্পিক্সে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন ২৪ বছরের সিমোনে। এই ব্যাল্যান্স বিমেই জিতেছিলেন ব্রোঞ্জ। মানসিক অবসাদ কাটিয়ে অবশেষে এ বার সেই বিভাগে ফের একবার পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি।
রিয়ো অলিম্পিক্সে চারটি সোনা জিতে নজির গড়ার পর থেকে তাঁর উপর অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু মানসিক অবসাদের জন্য টোকিয়ো অলিম্পিক্সের চারটি বিভাগ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। স্বভাবতই সবাই মনে করেছিল এ বারের মতো তাঁর অভিযান শেষ। কিন্তু ঠিক এমন সময় দলের ডাক্তারদের পরামর্শ নিয়ে ফের দেশের হয়ে নামবেন এই তারকা জিমন্যাস্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy