সজন প্রকাশ ফাইল ছবি
ইতিহাস তৈরি করলেন সজন প্রকাশ। প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে সরাসরি অলিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। শনিবার রোমে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১:৫৬.৩৮ মিনিট সময় করেন তিনি। অলিম্পিক্সের যোগ্যতা মান ছিল ১:৫৬.৪৮ মিনিট।
শনিবার এই খবর ঘোষণা করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)। গত অলিম্পিক্সেও অংশগ্রহণ করেছিলেন সজন। কিন্তু সে বার তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল সাই-এর তরফে। এবার কোনও প্রস্তাবের দরকার পড়েনি। সরাসরি যোগ্যতা মান পেরিয়ে গিয়েছেন তিনি, যে কাজ ভারতের অন্য কোনও সাঁতারু আজ পর্যন্ত করে দেখাতে পারেননি।
অলিম্পিক্সে সাঁতারের জন্য দুটি যোগ্যতা মান রয়েছে। একটি ‘অলিম্পিক্স কোয়ালিফিকেশন টাইম’, আর একটি ‘অলিম্পিক্স সিলেকশন টাইম’। প্রথমটি যিনি পেরোতে পারেন তিনি সরাসরি অলিম্পিক্সের টিকিট পান। দ্বিতীয় ক্ষেত্রে কোটার ভিত্তিতে বিভিন্ন দেশের থেকে সাঁতারুদের আমন্ত্রণ করা হয়।
Many congratulations to @swim_sajan who becomes the 1st Indian #swimmer 🏊♂️ to qualify for #Tokyo2020 as he clocks 1:56:38 in men’s 200m butterfly at the Sette Colli Trophy in Rome.
— SAIMedia (@Media_SAI) June 26, 2021
The qualification cut-off was 1:56:48.
Way to go champ! pic.twitter.com/G4KMcM8DKH
I congratulate @swim_sajan for becoming the 1st Indian swimmer to qualify for #Tokyo2020 as he clocks 1:56:38 in men’s 200m butterfly at the Sette Colli Trophy in Rome. It shows the commitment of our athletes towards making India proud. pic.twitter.com/27LMd3OVj4
— Kiren Rijiju (@KirenRijiju) June 26, 2021
২৭ বছরের সজন এর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টেও খেলেছেন। আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্র বর্তমানে কেরল পুলিশে কর্মরত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy