রানিদের সান্ত্বনা দিচ্ছেন মোদী টুইটার
গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ ম্যাচে হারের পর ভারতের মহিলা হকি দল কান্নায় ভেঙে পড়ে। তাদের সান্ত্বনা দিতে রানি রামপালদের ফোন করলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন ধরতেই হকিতে ইতিহাস গড়া রানিরা কান্নায় ভেঙে পড়েন। তঁদের অভিনন্দন জানিয়ে কাঁদতে বারণ করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ‘‘তোমাদের অনেক অভিনন্দন। গত পাঁচ-ছয় বছর ধরে তোমরা অনেক ঘাম ঝরিয়েছ। তোমাদের সেই পরিশ্রম দেশের কোটি কোটি মেয়ের অনুপ্রেরণা। আমি দলের সকলকে আর প্রশিক্ষককে অভিনন্দন জানাচ্ছি।’’
এর উত্তরে মোদীকেও ধন্যবাদ জানান রানি। নভনিত কৌরের চোট নিয়েও খোঁজ খবর নেন মোদী। রানি জানান, ‘‘ওর বৃহস্পতিবার চোট লেগেছে চার পাঁচটা সেলাইও পড়েছে।’’
After the Bronze Medal match, Hon'ble Prime Minister Shri @narendramodi Ji spoke to the Indian Women's Hockey Team.
— Hockey India (@TheHockeyIndia) August 6, 2021
Thank you for your encouragement. 🙏#HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/UY5w7xGmHi
সেলিমা তেতে, বন্দনা কাটারিয়াদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এরপরই তিনি বলেন, ‘‘কান্না বন্ধ কর। আমি তোমাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। দেশ তোমাদের জন্য গর্বিত। তোমাদের হাত ধরেই এত দশক বাদে ভারতে হকির পুনর্জীবন হচ্ছে।’’
দলের কোচ সোর্দ মারিনও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, ‘‘আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মেয়েরা আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি ওদের বলেছি তোমরা দেশকে অনুপ্রাণিত করেছ। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy