ভারতীয় খেলোয়াড়দের সান্ত্বনা দিচ্ছেন ইংরেজরা। ছবি: পিটিআই
রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী গ্রেট ব্রিটেনের কাছে হেরে গিয়েছে ভারত। তবে ব্রোঞ্জের ম্যাচে ভারতের থেকে এমন লড়াই বোধ হয় আশা করেননি ব্রিটিশরা। রানি রামপালদের হার না মানা জেদের কাছে প্রায় হারতে বসেছিলেন তাঁরা। তাই ব্রোঞ্জ জিতেও উচ্ছ্বাস দেখা যায় গত বারের সোনাজয়ীদের মধ্যে। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা। জয়ের পর টুইট করে ভারতীয়দের সেই লড়াইয়ের প্রশংসাও করতে দেখা যায় তাঁদের।
গ্রেট ব্রিটেনের হকি দলের তরফে টুইট করে লেখা হয়, ‘দারুণ খেলা, দুর্দান্ত বিপক্ষ। এ বার টোকিয়োতে ভারতীয় দল অসাধারণ খেলেছে। আগামী বছরগুলো ওদের জন্য বেশ উজ্জ্বল।’ ৪১ বছর পর ফের চার নম্বর স্থান ভারতের। এ বারের অলিম্পিক্সে ভারতীয় দলের লড়াই সত্যিই অবাক করে দিয়েছে সকলকে।
গ্রুপ পর্বে প্রথম তিনটি ম্যাচ হেরেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করেছিলেন গুরজিৎ কৌররা। সেই সময় গ্রেট ব্রিটেনের কাছেও হারতে হয়েছিল ১-৪ গোলে। কিন্তু ব্রোঞ্জের লড়াইয়ে এক সময় ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। তবে শেষ রক্ষা হয়নি। ব্রোঞ্জ জিতে নেয় ব্রিটেন। খেলার ফল ৩-৪। প্রথম বার পদক জয়ের রেকর্ড গড়ার এত কাছে এসেও খালি হাতে ফিরেতে হচ্ছে রানিদের।
What an amazing game, what an amazing opponent 🙏@TheHockeyIndia you've done something special at #Tokyo2020 - the next few years look very bright 👏 pic.twitter.com/9ce6j3lw25
— Great Britain Hockey (@GBHockey) August 6, 2021
তবে তাঁদের লড়াই শুধু সমর্থকদের মন জয় করেনি, জিতে নিয়েছে বিপক্ষের হৃদয়ও। ব্রিটেনের এই টুইটই দিচ্ছে সেই প্রমাণ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy