অলিম্পিক্সে দীপিকা কুমারী। ছবি: রয়টার্স
শুরুটা ভাল না হলেও ম্যাচ শেষে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনলেন দীপিকা কুমারী এবং প্রবীণ যাদব। তিরন্দাজের মিক্সড ডবলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন তাঁরা। তবে ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের বিভাগে পদক জয়ের লড়াইয়ে উঠতেই পারলেন না অপূর্বী চান্ডেলা এবং এলাভেনিল বালারিবান।
চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন দীপিকারা। প্রথম সেটে হেরে গেলেও দারুণ ভাবে ফিরে আসেন তাঁরা। দ্বিতীয় সেট ড্র হয়। প্রবীণ এবং দীপিকা পর পর দুটো ১০ পয়েন্ট স্কোর করে বুঝিয়ে দেন যে ভারতের আশা এখনও আছে।
তৃতীয় সেটে ৪০ পয়েন্ট স্কোর করে ভারতীয় দল। দীপিকা এবং প্রবীণ দু’জনেই তাঁদের দুটো করে তির ছুড়ে ১০ পয়েন্ট স্কোর করে। শেষ সেট ছিল মরণবাঁচন লড়াই। দুই দলই একটি করে সেট জেতায় এবং একটি সেট ড্র হয়ে যাওয়া চতুর্থ সেটের ওপরেই নির্ভর করছিল সব কিছু।
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 24, 2021
Amazing comeback by Indian Archery pair in Mixed Team event (Deepika Kumari & Pravin Jadhav) to beat Taipei 5-3 Taipei 1st round to qualify for QF where most likely they will take on might South Korea. #Tokyo2020withIndia_AllSports https://t.co/vzuwhPd7u6 pic.twitter.com/pU5CbYlE2f
Both Apurvi Chandela & Elavenil Valarivan fail to Qualify for Final of 10m Air Rifle event
— India_AllSports (@India_AllSports) July 24, 2021
Elavenil | 16th | 626.5 pts
Apurvi | 36th | 621.9 pts
Next Shooting event: Men's 10m Air Pistol event @ 0930 hrs IST | Saurabh & Abhishek #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/JVRADsdtKn
সেটের শুরুতে প্রথম দুই তিরে চাইনিজ তাইপেই পায় ১৯ পয়েন্ট। জবাবে ভারত পায় ১৭ পয়েন্ট। পরের দুই তির মারা শেষে চাইনিজদের মোট পয়েন্ট দাঁড়ায় ৩৬। ভারতকে দুই তিরে ২০ পয়েন্ট পেতেই হত জয়ের জন্য। সেই কাজটাই করে দেন দীপিকা এবং প্রবীণ। দলকে তাঁরা পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে।
তিরন্দাজ দল পারলেও শুটিংয়ে হতাশ করলেন অপূর্বী এবং এলাভেনিল। অপূর্বী শেষ করেন ৩৬তম স্থানে। এলাভেনিল শেষ করেন ১৬ নম্বরে। দু’জনের কেউই ফাইনালে পৌঁছতে পারলেন না। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা এলাভেনিলের থেকে পদকের আশা ছিল ভারতের। কিন্তু ফাইনালেই উঠতে পারলেন না তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy