টোকিয়ো অলিম্পিক্সের পদক। ছবি টুইটার
প্রতি বারই অলিম্পিক্সের পদক তৈরি হয় বিভিন্ন উপাদান দিয়ে। টোকিয়ো অলিম্পিক্সও তার ব্যতিক্রম নয়।
এবার অলিম্পিক্সের পদক তৈরি হচ্ছে ফেলে দেওয়া ল্যাপটপ এবং স্মার্টফোন দিয়ে। এই যন্ত্রাংশগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে তা দিয়ে পদক তৈরি হচ্ছে।
অতীতে গাড়ির যন্ত্রাংশ, বাতিল হওয়া যন্ত্র, লোহা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছিল পদক।
Athletes at #Tokyo2020 will be presented with medals 🥇🥈🥉 composed of recycled electronic devices, including discarded laptops 💻 and smartphones 📱#DidYouKnow pic.twitter.com/xeThVnHhPk
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 1, 2021
Run for something bigger than yourself and the world runs with you.#StrongerTogether #Tokyo2020 @usainbolt pic.twitter.com/mm8VFZsVNk
— Olympics (@Olympics) July 1, 2021
আয়োজন এবং প্রস্তুতি শেষ বারের মতো খতিয়ে দেখতে আগামী ৮ জুলাই জাপানে যাচ্ছেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখ।
অলিম্পিক্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ টিকার ডোজ নিয়েই জাপানে পা দিচ্ছেন। ক্রীড়াবিদরা যে নিয়মের মধ্যে দিয়ে যাবেন, তাঁকেও সেই নিয়ম মেনে চলতে হবে।
জাপানে পা দিলেও ইচ্ছেমতো এদিক-সেদিক ঘোরার সুযোগ থাকছে না তাঁর। বেশির ভাগ কাজই করতে হবে ভার্চুয়াল মাধ্যমে। ১৭ জুলাই হিরোশিমা যাবেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy