Tokyo Olympics 2020: Many firsts India achieved in this edition dgtl
Tokyo Olympics
Tokyo Olympics: অ্যাথলেটিক্সে সোনা থেকে ফেন্সিংয়ে অভিষেক, টোকিয়ো অলিম্পিক্সে কী কী প্রথম করল ভারত
এ বারের অলিম্পিক্স ভারতের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সবথেকে বেশি পদক যেমন এ বার জিতেছে ভারত, তেমনি অনেক কিছুই এ বারই প্রথম করতে পেরে ইতিহাসও তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৫:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
এক অলিম্পিক্সে সাতটি পদক। এই প্রথম। আগের রেকর্ড ছিল ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ছয়টি পদক।
০২০৮
অ্যাথলেটিক্সে নীরজ চোপড়ার সোনা। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা পেলেন নীরজ। জ্যাভলিনে সোনা জিতেছেন তিনি।
০৩০৮
পিভি সিন্ধুর ব্রোঞ্জ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক হল তাঁর। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন এই ব্যাডমিন্টন তারকা।
০৪০৮
ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো। প্রথম ভারতীয় হিসেবে ভারোত্তোলনে রুপো। কর্নম মালেশ্বরী ২০০০ অলিম্পিক্সে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন।
০৫০৮
সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল। অলিম্পিক্সে এই প্রথম। ১৯৮০ সালে ভারতের মহিলা হকি দল চতুর্থ হলেও সে বার মাত্র ছয়টি দল অংশ নেওয়ায় রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হয়। সেমিফাইনাল ছিল না।
০৬০৮
গল্ফার অদিতি অশোক চতুর্থ স্থানে শেষ করেন। গল্ফে অলিম্পিক্সে এই প্রথম কোনও ভারতীয় এত দূর গেলেন।
০৭০৮
রোয়িংয়ে অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহ লাইটওয়েট ডাবল স্কালসে সেমিফাইনালে ওঠেন। তাঁরা একাদশ স্থানে শেষ করেন। এই প্রথম অলিম্পিক্সে রোয়িংয়ে এই ফল করল ভারত। আগের সেরা ছিল লন্ডন অসিম্পিক্সে ১৮ নম্বর স্থানে শেষ করা।
০৮০৮
ভবানী দেবী প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্স ফেন্সিংয়ে যোগ্যতা অর্জন করেন। দ্বিতীয় রাউন্ডে চতুর্থ বাছাই ফ্রান্সের ম্যনোঁ ব্রুনেইয়ের কাছে হেরে যান।