রবি কুমার এবং দীপক পুনিয়া। ছবি: টুইটার থেকে
বৃহস্পতিবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন দীপক পুনিয়া।
৮৬ কেজি বিভাগে ফাইনালে ওঠার লড়াইয়ে নামলেন দীপক।
এই মুহূর্তে ৫-৯ ব্যবধানে পিছিয়ে রয়েছেন রবি কুমার।
সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে গেলেন রবি। ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
বক্সিংয়ের সেমিফাইনালে নামবেন রবি কুমার এবং দীপক পুনিয়া। ৫৭ কেজি বিভাগে রবি নামবেন কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে। ৮৬ কেজি বিভাগে দীপক নামবেন আমেরিকার ডেভিড টেলরের বিরুদ্ধে।
০-৫ ব্যবধানে হেরে গেলেন লভলিনা। ব্রোঞ্জ পেলেন তিনি।
ফাইনালের আশা কমছে লভলিনার। প্রথম দুটো রাউন্ডেই হেরে গেলেন তিনি।
ব্রোঞ্জ পদক নিশ্চিত করে সেমিফাইনালে নামছেন ভারতীয় বক্সার লভলিনা বড়গোহাঁই। তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে নামবেন তিনি।
নিজের প্রথম ম্যাচে হেরে যাওয়া অংশু ফের সুযোগ পেতে পারেন। তাঁকে হারিয়ে দেওয়া বেলারুশের ইরিনা কুরাচকিনা পরের রাউন্ডে জিতে গিয়েছেন।
#Wrestling : Good news folks
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
Anshu Malik still in the fray for Repechage as her victor from 1st round upsets reigning Olympic Silver medalist in QF (57kg). #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports
সেমিফাইনালে পৌঁছে গেলেন দীপক পুনিয়া। কুস্তির ৮৬ কেজি বিভাগে সেমিফাইনালে উঠলেন তিনি।
News Flash: #Wrestling : Deepak Punia storms into Semis (FS 87kg) with 6-3 win over Chinese grappler.
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
It was so close with Deepak scoring winning points in dying seconds.
✨Now just one win away from ensuring a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/OUwvdUH1eE
৫৭ কেজি বিভাগে কুস্তির সেমিফাইনালে পৌঁছে গেলেন রবি কুমার। পদকের আশা বাড়াচ্ছেন ভারতীয় কুস্তিগীর।
News Flash: #Wrestling : Ravi Kumar Dahiya storms into Semis (FS 57kg) with 14-4 win over Bulgarian grappler.
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
Just one win away from ensuring a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/QggSsI555T
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রয়েছেন রবি কুমার। ১৪-৪ ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
চিনের লিন জুশেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে লড়ছেন দীপক।
কুস্তিতে কোয়ার্টার ফাইনালে নামলেন রবি কুমার। বুলগেরিয়ার জর্জি ভ্যাঙ্গেলভের বিরুদ্ধে খেলছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপক। নাইজেরিয়ার প্রতিপক্ষকে ১২-১ ব্যবধানে হারিয়ে দিলেন তিনি।
৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন দীপক পুনিয়া। নাইজেরিয়ার বিরুদ্ধে জিতলে কোয়ার্টার ফাইনালে উঠবেন তিনি।
নাইজেরিয়ার একেরেকেমে আজিয়োমোরের বিরুদ্ধে নামবেন দীপক। বিশ্বের দুই নম্বর ভারতীয় কুস্তিগীরকে নিয়ে আশায় রয়েছেন সমর্থকরা।
প্রি কোয়ার্টার ফাইনাল হার অংশুর। বিশ্বের তিন নম্বর কুস্তিগীরের বিরুদ্ধে ২-৮ ব্যবধানে হেরে গেলেন তিনি। তাঁর প্রতিপক্ষে থাকা বেলারুশের ইরিনা কুরাচকিনা জিতলে ফের লড়াইয়ের সুযোগ পাবেন অংশু।
#Wrestling :
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
Anshu Malik loses to 2 time World Championships medalist Iryana Kurachkina 2-8 in 1st round (57kg).
She needs to wait now to see if can be in contention for repechage. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/KT1w61Vdf3
১৯ বছরের অংশু মালিক নামলেন প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। ৫৭ কেজি বিভাগে লড়ছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy