লড়াই করেও হারল মহিলা হকি দল। ছবি পিটিআই
অলিম্পিক্সের ইতিহাসে প্রথম বার ফাইনালে ওঠার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু শেষ রক্ষা হল না। আর্জেন্টিনার কাছে ১-২ ব্যবধানে হেরে গেলেন রানি রামপালরা।
শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। দু’মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। সরাসরি গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন গুরজিৎ কৌর, যাঁর গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত।
কিন্তু ম্যাচ যত এগোচ্ছিল, ততই ভারতের উপর জাঁকিয়ে বসছিল আর্জেন্টিনা। রানি রামপালের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল কিন্তু হাল ছেড়ে দেয়নি। পাল্টা লড়ে যাচ্ছিল তারাও।
তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় আর্জেন্টিনা। পেনাল্টি কর্নার গোল করেন অধিনায়ক মারিয়া বারিয়োনুয়েভো। আর্জেন্টিনা আক্রমণ বজায় রেখেছিল। অনেক বেশি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল বলের।
#IND's women's #hockey team fell short in a brave fight against World No. 2 #ARG, as they lost 1-2 in the semi-final 💔
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
Eyes on the #bronze medal for #TeamIndia now!#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion
কিন্তু লিয়োনেল মেসির দেশের মেয়েরাও মাথা ঠান্ডা রেখেছিলেন। বুদ্ধি কাজে লাগিয়ে ভারতের ‘ডি’ বক্সে ঢুকে একের পর এক পেনাল্টি কর্নার আদায় করছিলেন তাঁরা।
সে রকমই একটি পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্জেন্টিনা। সেই বারিয়োনুয়েভোই গোল করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy