মনপ্রীত সিংহ ছবি পিটিআই
গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিতে ইতিহাস তৈরি করেছে মনপ্রীত সিংহের দল। ৪৯ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে উঠেছে তারা। ৪১ বছর পর তাদের সামনে পদক জয়ের হাতছানি। ম্যাচের পর মনপ্রীত বলেছেন, জয়ের জন্য নিজেদের নিংড়ে দিয়েছে গোটা দল।
মনপ্রীতের কথায়, ”প্রত্যেকে নিজেদের উপর বিশ্বাস রেখেছিল। এটাই আমাদের জয়ের মূল কারণ। প্রত্যেকে নিজেদের ১০০ শতাংশ দিয়েছে। প্রত্যেকে মৃতপ্রায় হয়ে পড়েছিল। মাঠে নিজেদের প্রায় শেষ করে দিতে বসেছিল।”
শেষ বার ভারত পদক পেয়েছে ১৯৮০ সালে। সে বার স্পেনকে হারিয়ে হকিতে অষ্টম সোনা পেয়েছিল ভারত। দীর্ঘদিন পর ফের তৈরি হয়েছে পদকের আশা। সতীর্থদের তাই উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মনপ্রীত।
2️⃣nd try…...3️⃣rd goal!
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 1, 2021
Hardik Singh’s precision in finding the back of the net on a rebound save by #GBR's keeper helped #IND score the all-important third goal! 👏#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #BestOfTokyo | @TheHockeyIndia pic.twitter.com/hgmFCEi7Ds
বলেছেন, “দীর্ঘদিন পরে সেমিফাইনালে ওঠায় আমরা প্রত্যেকে খুশি। কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয়ে যায়নি। এখনও দুটো ম্যাচ বাকি। তাই আমাদের ফোকাস করতে হবে এবং দ্রুত নিজেদের সব সামলে উঠতে হবে।”
রবিবার গোলের নিচে দুর্দান্ত খেলেছেন পি আর শ্রীজেশ। অভিজ্ঞ এই গোলকিপার ম্যাচের পর বলেছেন, “এই ম্যাচ থেকে অনেক শিক্ষা নিতে হবে। এটা আমার তৃতীয় অলিম্পিক্স। আগে কোনওদিন সেমিফাইনাল খেলিনি। এ ধরনের ম্যাচে ভুলের কোনও জায়গা নেই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy