অদিতি অশোক। ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্সে গল্ফে পদক জিতবে ভারত। এমন আশায় শনিবার সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন সকলে। একটা সময় অদিতি অশোককে এক নম্বরে উঠে আসতে দেখে সেই আশা আরও বেড়ে যায়। তবে বুধবার থেকে দ্বিতীয় স্থান ধরে রাখা ভারতীয় গল্ফার শেষ করলেন চতুর্থ স্থানে।
রিয়ো অলিম্পিক্সে ৪১ স্থানে শেষ করা অদিতি পাঁচ বছর পর চতুর্থ স্থানে। পদক জয়ের খুব কাছ থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। তবে বিশ্বের অন্যতম সেরা গল্ফারদের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া অদিতি হৃদয় জিতে নিলেন ভারতীয়দের। যে খেলায় কোনও পদকের আশা করেননি কেউ, সেই গল্ফেই চতুর্থ ভারত। ২৩ বছর বয়সে এই কীর্তি গড়ে নিজের নাম লিখলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে।
বুধবার থেকে শুরু হয়েছিল মেয়েদের গল্ফ প্রতিযোগিতা। সেই দিনই দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। পরের দুই দিনও ধরে রেখেছিলেন সেই স্থান। শনিবার তাই পদকের আশায় বুক বেঁধেছিল দেশ। খারাপ আবহাওয়ার জন্য যখন খেলা বন্ধ হল, তখনও অদিতি তৃতীয় স্থানে। তবে ফিরে এসে খেলা শুরু হতেই চতুর্থ স্থানে নেমে যান তিনি। আর প্রথম তিনে ফিরতে পারেননি অদিতি।
এই প্রতিযোগিতায় সোনা জিতলেন আমেরিকার নেলি কোরডা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy